×

খেলা

তিন লিগ মাতাবেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১০:৩৫ পিএম

তিন লিগ মাতাবেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। বিপিএল, আইপিএলের পাশাপাশি মাঠ মাতিয়েছেন বিগ ব্যাশ, সিপিএল কিংবা পিসিএলের মতো টুর্নামেন্টেও। এই বছরে আরো দুইট লিগে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। লঙ্কান প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতানোর পাশাপাশি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিল টাইগার্সের আইকন খেলোয়াড় হয়ে মাঠে নামবেন তিনি। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের সঙ্গে। এই তিন লিগে মাঠ মাতাবেন সাকিব।বিপিএলের দশম আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। গত দুই আসরে সাকিব খেলেছেন ফরচুন বরিশালের হয়ে। অষ্টম আসরে তার নেতৃত্বে ফাইনাল খেললেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ১ রানে হেরে যায় বরিশাল। এরপর নবম আসরে বেশ শক্তিশালী দল গঠন করলেও এলিমিনেশন রাউন্ড থেকেই বাদ যেতে হয় সাকিবদের। এরপর সাকিবের অধিনায়কত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি থেকে প্রশ্ন তোলা হয়। বিষয়টিকে খুব ভালোভাবে নেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। গুঞ্জন ছিল, আগামী বছরের বিপিএলে নতুন কোনো দলে দেখা যেতে পারে সাকিবকে। এবার সেটাই সত্যি হয় সেটাই। বিপিএলের আসন্ন আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। বিপিএলের পরবর্তী দুই আসরের জন্য রংপুর রাইডার্সের হয়ে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। ২০২৪ বিপিএল মৌসুমের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে রংপুর। বিষয়টি নিশ্চিত করেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। প্লেয়ার্স ড্রাফট ছাড়া প্রতি দল ৩ জন করে স্থানীয় ক্রিকেটার রেখে দিতে পারবে। এছাড়া প্রতি দল প্লেয়ার্স ড্রাফটের বাইরে একজন করে স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। সেই কোটাতেই সাকিবকে দলে নেয় রংপুর। এর আগেও রংপুর রাইডার্সে খেলেছেন সাকিব। বিপিএলের তৃতীয় আসরে ২০১৫ সালে রংপুরের নেতৃত্ব দেন তিনি। এরপর ২০১৯ সালে আবারো রংপুরকে নেতৃত্ব দেন এই অলরাউন্ডার। বিপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে একজন সাকিব। বিপিএলে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব পাঁচটি ফ্রাঞ্চ্যাইজির হয়ে ১০০ ম্যাচ খেলেছেন। ৯৭ ইনিংসে ২৭ দশমিক ৪৬ গড় ও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে করেছেন দুই হাজার ১৪২ রান। অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব। ১০০ ইনিংসে ৬ দশমিক ৫২ ইকোনোমিতে বাঁ-হাতি এই স্পিনারের শিকার ১৩২ উইকেট। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন আসরে গল গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাকিব। শ্রীলঙ্কান শীর্ষস্থানীয় গণমাধ্যম নিউজরেডিও’র এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত হয়। সাকিবকে সরাসরি চুক্তিতে দলে নেয় গল গ্ল্যাডিয়েটর্স। সেখানে সাকিবের সঙ্গী লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা, ভানুকা রাজাপাকসে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন ৪র্থ সংস্করণ মাঠে গড়াবে আগামী ৩০ জুলাই। আর শেষ হবে ২০শে আগস্ট। এই বছর, ম্যাচগুলি কলম্বো এবং ক্যান্ডিতে খেলা হবে। টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটরস ছাড়া আরো অংশ নেবে ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স এবং ক্যান্ডি ফ্যালকনস। প্রত্যেক দলে ৬ জন করে বিদেশি খেলোয়াড় থাকবে। গত এপ্রিলে, এলপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধনের আগেই বেশ কিছু তারকা খেলোয়াড়ের নাম ঘোষণা করে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এই লিগে মাঠ মাতাবেন সাকিব। লঙ্কান প্রিমিয়ার লিগের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও দল পান সাকিব। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের দল মন্ট্রিল টাইগার্সের আইকন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন তিনি। এই ক্যাটাগরিতে তার সঙ্গে আন্দ্রে রাসেলও আছেন। ২০১৮ সালে শুরু হওয়া টুর্নামেন্টটি সর্বশেষ হয় ২০১৯ সালে। মাঝে করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর লিগটি হয়নি। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন। সেই হিসাবেই মন্ট্রিল টাইগার্সে আইকন খেলোয়াড় সাকিব ও রাসেল। আগামী ২০ জুলাই শুরু হবে লিগটি। শেষ হবে ৬ আগস্ট। সেখানে মন্ট্রিয়েল টাইগার্স দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ডেভ হোয়াটমোর। স্কোয়াডে সাকিব, রাসেলদের মতো তারকাদের পেয়ে রোমাঞ্চিত তিনি। গণমাধ্যমকে হোয়াটমোর বলেন, ‘ড্রাফটে আমরা দারুণ একটি দল বানিয়েছি এটা আমাকে বলতেই হবে। এ কারণে আমরা খুবই রোমাঞ্চিত। শুধু সংখ্যা এবং পরিসংখ্যান ছাড়াও সফল দল বানানো যায়। এক্ষেত্রে শুধু সেই বিশেষ গুণগুলো খুঁজে বের করতে হয় যারা ম্যাচ ঘুরিয়ে দিতে জানে। কোচ হিসেবে আমার দায়িত্ব সবকিছুর দেখভাল করা। আমরা প্রতিভাবানদের পরিচর্যা করতে চাই, তাদের সুযোগ দিতে চাই এবং এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেখানে সব ক্রিকেটারই মানিয়ে নিতে পারে।’ সাকিব, রাসেল ছাড়াও মন্ট্রিয়েল টাইগার্সে আরো আছেন ক্রিস লিন,শারফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, মুহাম্মদ আব্বাস আফ্রিদি, জহির খান, মুহাম্মদ ওয়াসিম, আকিফ রাজা, আয়ান খান, দিপেন্দ্র আরি, কলিম সানা, শ্রীমানথা রত্নে, ম্যাথু স্পুর্স, বুপেন্দ্র সিং, দিলপ্রিত সিং এবং অনুপ চিমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App