×

খেলা

জয়ে রিবাকিনার উইম্বলডন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১০:২৭ পিএম

জয়ে রিবাকিনার উইম্বলডন শুরু

উইম্বলডনে মঙ্গলবার শিলবি রজার্সকে ২-১ সেটে হারান এলিনা রিবাকিনা। ছবি: ইন্টারনেট

উইম্বলডন চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৪ জুলাই) শিবলি রজার্সের বিপক্ষে লড়াই করেন র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা তারকা এলিনা রিবাকিনা। ১-১ সমতার দুই সেট শেষে তিনি টাইব্রেকে ২-১ সেট ব্যবধানে জয় নিশ্চিত করেন। দিনের আরেক ম্যাচে জিরেমি চার্ডির বিপক্ষে ৩-০ সেটের জয় নিয়ে মাঠ ছাড়েন কার্লোস আলকারাজ। মঙ্গলবার বিকাল ৪টায় শুরু হওয়া ম্যাচগুলো বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। শিবলির বিপক্ষে কোর্টে নামার শুরু থেকেই হিমশিম খাওয়া শুরু করেন রিবাকিনা। প্রথম দিকেই তিনি পিছিয়ে পড়তে শুরু করেন। সেটের শুরুতে শিবলি এগিয়ে যান ২-০ পয়েন্ট ব্যবধানে। এরপর লড়াই চালিয়ে সমতায় ফেরার চেষ্টা করেন রিবাকিনা। যার ফলে সেট দাড়ায় ২-১ ব্যবধানে। এরপর ফের ৩-১ ব্যবধানে এগিয়ে যান শিবলি রজার্স। এরপর সমানে সমানে লড়াই করে ব্যবধান ৪-৩ এ কমিয়ে আনেন রিবাকিনা। প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হেরে যাওয়া এই তারকা দ্বিতীয় সেটে জয় তুলে নেন ৬-১ ব্যবধানে। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সমতা ভাঙার তুমুল লড়াই শেষে রিবাকিনা ২-১ সেটের জয় নিয়ে কোর্ট ছাড়েন। আরেকদিকে পুরুষ এককের ম্যাচে আলকারাজের সামনে দাড়াতেই পারেননি চার্ডি। প্রথম সেটে দাপট দেখিয়ে আলকারাজ ৬-০ ব্যবধানে জয় তুলে নেন। দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়তে সক্ষম হন জিরেমি চার্ডি। হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত দ্বিতীয় সেটেও আলকারাজ ৬-২ ব্যবধানে জিতেন, যার মাধ্যমে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যান কার্লোস আলকারাজ। তৃতীয় ও শেষ সেটের শুরুর দিকে ছন্দ হারান তিনি। চার্ডি ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর স্বরূপে ফিরে আসেন আলকারাজ। এরপর ফের নিজেকে এগিয়ে নেন চার্ডি। হাড্ডাহাড্ডি লড়াই করেও তিনি শেষ পর্যন্ত আলকারাজের তোপের মুখে টিকে থাকতে পারেননি। সেট সমতায় ফেরানোর পর আলকারাজ দাপট দেখিয়ে শেষ সেটে জয় তুলে নেন। যার মধ্য দিয়ে ৩-০ সেটের ব্যবধানে জয় নিশ্চিত করে কোর্ট ছাড়েন আলকারাজ। উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে ডোমিনিক থিয়েমের বিপক্ষে লড়াই করছিলেন স্টিফানোস সিটসিপাস। প্রথম সেটে তিনি ৬-৩ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটে নিজের সামর্থ্য দেখাতে শুরু করেন। প্রথমে পিছিয়ে থাকলেও এক পর্যায়ে সিটসিপাস এগিয়ে যান ৪-৩ ব্যবধানে। এরপরই কোর্ট দখল করে নেয় বৃষ্টি। যার কারণে ম্যাচ থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App