×

খেলা

উইম্বলডনে পেগুলার কষ্টার্জিত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১০:৩৬ পিএম

উইম্বলডনে পেগুলার কষ্টার্জিত জয়

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার লরেন ডেভিসের বিপক্ষে ২-১ সেট ব্যবধানে জয় পান জেসিকা পেগুলা -ইন্টারনেট

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডের ম্যাচে সোমবার (৩ জুলাই) স্বদেশি খেলোয়াড় লরেন ডেভিসের বিপক্ষে ২-১ সেট ব্যবধানে জয় নিশ্চিত করে কোর্ট ছাড়েন আমেরিকান টেনিস তারকা জেজসিকা পেগুলা। প্রথম সেটে জয় পাওয়ার পর তিনি দ্বিতীয় সেটে হেরে গিয়ে পরাজয়ের শঙ্কায় পড়েন। তবে দীর্ঘ ২ ঘণ্টারও বেশি লড়াই করে তিনি শেষ পর্যন্ত জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেন। তিন সেটের মধ্যে প্রথম সেটে পেগুলা ৬-২ ব্যবধানে জেতেন, এরপর দ্বিতীয় সেটে হারেন ৬-৭(৮) ব্যবধানে। তৃতীয় ও ফাইনাল সেটে পেগুলা ৬-৩ ব্যবধানে জিতলে ম্যাচে তার জয় নিশ্চিত হয়। রাতের আরেক ম্যাচে ঝু লিনকে ২-০ সেট ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেন নারীদের টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা তরকা ইগা সোয়াটেক। প্রথম সেটে তিনি জয় পান ৬-১ ব্যবধানে। এরপর দ্বিতীয় সেটে ৪-৩ ব্যবধানে তিনি জয় নিশ্চিত করেন। ফরাসি ওপেন-২০২০ আসরে আরিনা সাবালেঙ্কার বিপক্ষে হারার পর থেকে পেগুলা গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে আর হারেননি। এবার দ্বিতীয় সেটের টাইব্রেকে হারার পর প্রথম রাউন্ডে পরাজয়ের শঙ্কায় পড়লেও শেষ দিকে ছন্দে ফিরে এসে তিন ম্যাচ পয়েন্ট হারানো থেকে নিজেকে রক্ষা করেন। সোমবার (৩ জুলাই) জয় নিশ্চিত করেও পাঁচ বারের এই কোয়ার্টার ফাইনালিস্ট এখনো উইম্বলডনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করতে পারেননি। ডেভিসের বিপক্ষে পেগুলা তিনটি ডাবল ফল্ট করেন। ডেভিস তার চেয়ে ২টি বেশি ডাবল ফল্ট করায় পেগুলার জয় কিছুটা সহজ হয়ে যায়। পুরো ম্যাচের ৭১ শতাংশ প্রথম সার্ভ থেকেই পয়েন্ট পেয়েছেন পেগুলা। ডেভিসও এদিক থেকে খুব একটা পিছিয়ে ছিলেন না। তিনি ৬৯ শতাংশ প্রথম সার্ভ থেকে স্কোরবোর্ডে পয়েন্ট যোগ করেন। পুরো ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত জয়ের মুকুট উঠে পেগুলার মাথায়। যুক্তরাষ্ট্রের ডেভিস এবং পেগুলা ১১ বছর আগে আলবুকার্ক ইভেন্টের কোয়ার্টার ফাইনালে প্রথম একে অপরের সঙ্গে খেলেন। ডেভিস সেই একটি ম্যাচ জিতেছে ৬-৩, ৬-৭ (৯), ৬-৪ সেটে। এরপর থেকে মোট ছয়বার তারা মুখোমুখি হয়। যেখানে দুটি ম্যাচে জয় পেয়েছে ডেভিস এবং সোমবারের ম্যাচসহ মোট ৪টি ম্যাচে জয় নিয়ে কোর্ট ছেড়েছে পেগুলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App