×

খেলা

দেশে ফিরে জামালের দুঃখ প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম

দেশে ফিরে জামালের দুঃখ প্রকাশ

সাফ চ্যাম্পিয়শিপের মিশন শেষে সোমবার দেশে ফিরেছে জামালরা -ইন্টারনেট

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলার পর সোমবার ভারত হতে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। ঈদে যাত্রী চাপ বেশি থাকায় কন্টিনজেন্ট এর দুইটি ফ্লাইটে বিভক্ত হয়ে দেশে আসেন হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। মূলত বাফুফে পুরো দলের টিকিট একই সঙ্গে করতে না পারায় দুই ভাগে জামাল ভুঁইয়াদের দেশে আনে। দেশে ফিরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দলের বাকিরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে থাকলেও বিমানবন্দরেই রয়ে যান জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। সোমবার (৩ জুলাই) বাংলাদেশ সফরে আসা আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু তা আর সম্ভব হয়নি। কিছু সময় অপেক্ষা করে হতাশ হয়ে জামালকে বের হয়ে যেতে হয় বিমানবন্দর থেকে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষক বাংলাদেশে এসেছেন কিন্তু সেটি নিয়ে ছিল না বাফুফের কোনো কার্যক্রম। তবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কোনো ভ্রুক্ষেপ না থাকলেও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরেই অপেক্ষা করছিলেন এমিলিয়ানোকে এক নজর দেখার জন্য। বাফুফের টিম অ্যাটেনডেন্ট মো. মহসীনকে নিয়ে মার্টিনেজকে দেখতে বহির্গমনের দিকে যান। তবে মার্টিনেজকে দূর থেকে দেখলেও বাংলাদেশের অধিনায়ক ফ্রেমবন্দি কিংবা পরিচয় হওয়ার সুযোগ হয়নি তার। কারণ মার্টিনেজ গাড়ি থেকে নামার পরই তাকে নিয়ে ভেতরে চলে যান সংশ্লিষ্টরা। টিম অ্যাটেনডেন্ট মো. মহসিন ঘটনা বর্ণনায় জানান, ‘অনেকে চলে গেলেও জামাল ভাইয়ের মার্টিনেজের সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি আমাকেও সঙ্গে নেন। আমরা অপেক্ষা করছিলাম এবং কয়েকজনকে বলেছি বাংলাদেশ দলের অধিনায়ক অপেক্ষা করছে। কিন্তু মার্টিনেজ গাড়ি থেকে নামার পরপরই তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়।’ ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মার্টিনেজ। ফ্লাইট দুইটি আলাদা আসলেও পাঁচ মিনিটের ব্যবধানে ঢাকায় অবতরণ করে বাংলাদেশ ফুটবল দল। কুয়েতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে সাফের সেমিফাইনাল খেলা বাংলাদেশ অবশ্য সেখান থেকে দেশে ফ্লাইট ধরেননি। বাংলাদেশের একটি ফ্লাইট আসে হায়দ্রাবাদ থেকে এবং অন্য ফ্লাইটটি মুম্বাই থেকে। প্রথম ফ্লাইটে ২৪ জন এবং অপর ফ্লাইটে ৯ জন সদস্য দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর সোয়া একটায় এবং আরেকটি এর পাঁচ মিনিট আগে পৌঁছায়। সাফ চ্যাম্পিয়নশিপে রেফারির দায়িত্ব পালন করা বাংলাদেশের দুই রেফারিও দেশে ফিরেছেন। বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পরই রেফারি নুরুজ্জামান ও আলমগীর সরকার গত শনিবার দিন ঢাকায় এসেছেন। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ভারত ও কুয়েত। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা কুয়েতের সাথে ১২০ মিনিট লড়াই করে ১-০ গোলের ব্যবধানে হেরে বাংলাদেশ সেমিফাইনাল থেকে বিদায় নেয়। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই সোমবার ভারত থেকে দেশে আসে বাংলাদেশ ফুটবল দল। সেমিফাইনাল থেকে বিদায় হওয়ার পর ভারতে গত পরশু বিশ্রামেই ছিলেন জামালরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App