×

খেলা

আফগান সিরিজে তরুণদের পরখ করতে চান হাথুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৯:৫৮ পিএম

আফগান সিরিজে তরুণদের পরখ করতে চান হাথুরু

আফগান সিরিজকে সামনে রেখে সোমবার কোচ হাথুরুসিংহের নেতৃত্বে অনুশীলন করেন টাইগার ব্যাটার আফিফ হোসেন ধ্রুব - ছবি: কমল দাশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে টাইগারদের অনুশীলনের আগে সোমবার সংবাদ সম্মেলনে বসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে। তার চিন্তায় আফগান বধের চেয়ে বেশি জায়গা করে নিয়েছে আসন্ন এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন দুই টুর্নামেন্টকে সামনে রেখে দলের কিছু জায়গায় পরিবর্তন করে তরুণ ক্রিকেটারদের পরখ করে নিতে চান টাইগার কোচ। টুর্নামেন্ট দুটির পর্দা উঠার আগেই তিনি দেখে নিতে চান ম্যাচে কে কেমন পারফর্ম করেন। চলতি বছরে ক্রিকেটের তিন সংস্করণেই আলো ছড়াচ্ছে বাংলাদেশ দল। বছরের শুরু থেকে এই পর্যন্ত সাকিব-তামিমদের একমাত্র ব্যর্থতা ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারা। বাকি সিরিজগুলোতে দাপট দেখিয়েই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাই আফগানদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের জয় পাওয়ার আশাটাও অনেক। এমন পরিস্থিতিতে দলের তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে পরখ করে নেয়াটাই স্বাভাবিক। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘হ্যা, আমরা কিছু ছেলেকে সুযোগ দেয়ার চেষ্টা করছি। এর মানে এই নয় যে পরীক্ষানিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ, নির্বাচকেরা জানি যে আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।’ তরুণদের সুযোগ করে দেয়ার কারণ হিসেবে হাথুরু এশিয়া কাপ ও বিশ্বকাপের বরাত দেবেন, এটা সবারই জানা ছিল, তিনি দিলেনও তাই। হাথুরু বলেন, ‘পরীক্ষানিরীক্ষার মানে হলো, আমরা চাই এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে চোট বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা যাতে আমাদের থাকে। তো এই কারণ মাথায় রেখে আমরা ক্রিকেটারদের সুযোগ দিতে চাই।’ ক্রিকেটারদের পরখ করে নেয়ার লক্ষ্যেই দলে জায়গা দেয়া হয়েছে বাঁহাতি ওপেনার নাঈম শেখকে। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি কেমন করতে পারেন এবার সেটাই যাচাই করে দেখতে চান চন্ডিকা হাথুরুসিংহে। তিন ম্যাচের আফগানিস্তান সিরিজের যেকোনো এক ম্যাচে হয়তো তাকে দেখা যেতে পারে। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচ জানান, ‘হ্যা! আমরা যখনই সুযোগ পাব, নাঈমকে একটি ম্যাচে খেলার সুযোগ দেব।’ আফগানদের বিপক্ষে ঘোষিত বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেনও। তাকে ছন্দহীনতার কারণে বাদ দেয়া হয়েছিল। এবার স্কোয়াডে ফিরলেও একাদশে থাকবেন কিনা তা নিয়ে এখনো বলা যাচ্ছে না। তবে একাদশে থাকলে তিনি মিডল অর্ডারে খেলবেন বলে জানান চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ানডে সিরিজের দলে থাকা ক্রিকেটারদের বাইরেও চোখ আছে হাথুরুসিংহের। শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ইমার্জিং এশিয়া কাপে বিশ্বকাপের ভাবনায় থাকা কয়েকজন ক্রিকেটারকে পাঠানো হচ্ছে। সৌম্য সরকার, মেহেদী হাসান আছেন বাংলাদেশ ইমার্জিং দলে। সেখানে ভালো করলে তারা জায়গা করে নিতে পারেন এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে। এই প্রসঙ্গে বাংলাদেশ দলের লঙ্কান কোচ জানান, ‘আপনি যদি আমাদের কম্বিনেশন দেখেন, ওই দলে আমরা শুধু অনূর্ধ্ব-২৩ এর মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট কিছু ক্রিকেটারকে নিয়েছি। কারণ, এ বছর এই টুর্নামেন্ট বয়সের সীমাবদ্ধতা ছাড়াই হচ্ছে। আমার মতে, এশিয়ার সব দল এই টুর্নামেন্টকে ক্রিকেটারদের ফর্ম দেখার ও পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছে। একই সময়ে আমাদের খুব স্থিতিশীল দল রয়েছে। কেউ যদি অনেক রান করে, তাহলে দলে নিজের নাম তুলতে পারবে।’ এর আগে সোমবার দুপুরে তামিম ইকবার প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাথুরু। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক দীর্ঘদিন যাবৎ কোমরের চোটে ভোগছিলেন। এজন্য তাকে আফগানদের বিপক্ষে সর্বশেষ এক ম্যাচের টেস্ট সিরিজেও মাঠে দেখা যায়নি। চোট কাটিয়ে তিনি আসন্ন সিরিজের ওয়ানডে দলে ফিরেছেন। দলের সঙ্গে তাকে গতকাল অনুশীলনও করতে দেখা যায়। তার চোট প্রসঙ্গে প্রশ্ন করলে হাথুরু জানান, ‘আমি কারও মেডিকেল ইতিহাস নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। তামিম ইকবাল দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত সে ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণও করা হচ্ছে।’ তামিম ইকবাল যদি ওয়ানডে সিরিজে না খেলেন তাহলে এবারও নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এ প্রসঙ্গে হাথুরু জানান, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’ সম্প্রতি আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে সাকিব চোটে থাকায় দলের নেতৃত্বে ছিলেন লিটন। প্রথমবারের মতো সাদা পোশাকে নেতৃত্ব দিয়ে তিনি দলকে রেকর্ড গড়া ৫৪৬ রানের জয় এনে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App