×

খেলা

ঢাকা ছাড়লেন বাজপাখি মার্টিনেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম

ঢাকা ছাড়লেন বাজপাখি মার্টিনেজ
সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ছেড়েছেন আর্জেন্টাইন তারকা গোলরক্ষক বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ। আজ বিকেল ৪টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সময় কম হলেও সকলের ভালোবাসায় সিক্ত হন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের এই গোলরক্ষক। এর আগে, সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্টিনেজ। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দেন তিনি। দুই দেশের ফুটবল ও সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হয় বৈঠকে। প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে তো বটেই, টুর্নামেন্টজুড়েই ‘বাজপাখির’ মতো ক্ষিপ্র ও ছোঁ মেরে বল ঠেকিয়ে সম্মুখযোদ্ধা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের দেয়া সেই ‘বাজপাখি’ নাম বাংলায় বললেন আলবিসেলেস্তে তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App