×

খেলা

ইংল্যান্ডকে ৪৩ রানে হারাল অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৯:৪৩ পিএম

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে শেষদিনে রবিবার (২ জুলাই) অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন স্টোকসের অনবদ্য ইনিংসের পরও ৪৩ রানে হারল ইংল্যান্ড। ব্যক্তিগত ১৫৫ রানের মাথায় হ্যাজলউডের বলে ক্যারিকে ক্যাচ দিয়ে স্টোকস আউটের ফলে শেষ আশাটুকুও হারায় ইংলিশরা। স্টোকসের বিদায়ের পর বাকি ব্যাটাররা কেউই প্রতিরোধ গড়ে তুলতে না পারায় ইংল্যান্ডের ইনিংস থামে ৩২৭ রানে। এই জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষদিনে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৫৭ রান, অস্ট্রেলিয়ার দরকার ৬ উইকেট। আগেরদিনের অপরাজিত ব্যাটার ডাকেট ও স্টোকস ভালোই শুরু এনে দিয়েছিল ইংলিশদের। কিন্তু ব্যক্তিগত ৮৩ রানের মাথায় ডাকেট আউট হলে লড়াইয়ে ফেরে অজিরা। এরপর ১০ রানের মাথায় রান আউট হন জনি বেয়ারস্ট্রো। অপরপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন অধিনায়ক স্টোকস। ক্যামেরন গ্রিনের ওভারে তিনটি ছয় হাকিয়ে লাঞ্চের আগেই সেঞ্চুরির দেখা পান। কিন্তু তার বিদায়ের পর শেষ তিন উইকেট নিতে দেরি করেননি কামিন্সরা। এর আগে চতুর্থ দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে স্টার্ক ও কামিন্সের ছোবলে পঞ্চাশের আগে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তবে পরিস্থিতি আরও খারাপ হতে দেননি ওপেনার বেন ডাকেট ও অধিনায়ক বেন স্টোকস। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলেন তারা। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা ১০০ তম টেস্ট খেলতে নামা লায়ন মাইলফলক স্পর্শ করা ম্যাচের দ্বিতীয় দিন বিকালে পায়ে চোট পান। তাই দ্বিতীয় ইনিংসে বল করা হচ্ছে না ৪৯৬ উইকেটের মালিক লায়নের। এর আগে ম্যাচের প্রথম দিন টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম টেস্টের ম্যাচসেরা উসমান খাজা বাদে টপঅর্ডারে রান পান সবাই। সাবেক অধিনায়ক স্মিথের ১১১ রানের ওপর ভর করে ৪১৬ রান সংগ্রহ করে অজিরা। এই শতকের মাধ্যমে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে স্মিথ ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। স্টিভেন স্মিথ ছাড়াও ৭৭ রান করেন ট্রাভিস হেড এবং ৬৬ রান করেন ডেভিড ওয়ার্নার, লাবুশেন করেন ৪৭ রান। ইংলিশ পেসার অলি রবিনসন এবং জস টং নেন ৩টি করে উইকেট। জো রুট নেন ২ উইকেট। জবাবে ব্যট করতে নেমে বেন ডাকেটের ৯৮, হ্যারি ব্রুকসের ৫০ এবং জ্যাক ক্রাউলির ৪৮ রানের ওপর ভর করে ৩২৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। রবিবার (২ জুলাই) বিকালের শেষ সেশনে ৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে জলদিই দুই উইকেট হারানো অজিদের প্রথম টেস্টের মতো আবারো হাল ধরেন ওপেনার উসমান খাজা। তৃতীয় দিন শেষে ৫৮ রানে অপরাজিত থাকা খাজা করেন ৭৭ রান। প্রথম ইনিংসে শতক হাঁকানো স্টিভেন স্মিথ করেন ৩৪ রান। শেষদিকে কামিন্সদের ছোট ছোট ইনিংসে ৩৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় অজিরা। অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হবে ৬ জুলাই হেডিংলিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App