×

খেলা

অবশেষে গোলের দেখা পেল কুয়েত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম

অবশেষে গোলের দেখা পেল কুয়েত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের ইশা ফয়সালকে পেছনকে বাধা দিচ্ছেন কুয়েতের ইদ আল রাশেদী।

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে শনিবার ( ১ জুলাই) কুয়েতের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচে মধ্যপ্রাচ্যের দলটিকে রুখে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটে উভয় দল গোল করতে না পারায় খেলায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে। (১৫+১৫) =৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রধমার্ধে মানে প্রথম ১৫ মিনিটে গোলের দেখা পেয়েছে কুয়েত। ফিফা র‌্যাঙ্কিংয়ে কুয়েত বাংলাদেশের চেয়ে এগিয়ে। ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেছে কুয়েত। একসময় ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৪তম স্থানে ছিল। অতিরিক্তি সময়ের ১৫ মিনিটে কুয়েতের রক্ষণভাগের খেলোয়াড় আব্দুল্লাহ আমার গোল করে কুয়েতকে ১-০ গোলে এগিয়ে নেন। এখনো অতিরিক্ত সময়ের ১৫ মিনিটের খেলা বাকি রয়েছে। প্রথমার্ধের ২ মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। কুয়েতের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি শেখ মোরসালিন। গোলটি পেলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। প্রথমার্ধ কুয়েতের বিপক্ষে সমানতালে লড়াই করেছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। প্রথমার্ধে বাংলাদেশ সহজ তিনটি সুযোগ হাতছাড়া করেছে। কুয়েত ও দুটো সুযোগ পেয়েছিল কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকূর দৃঢতায় গোল আদায় করতে পারেনি, যার ফলে প্রথমার্ধের খেলা ০-০ গোলে শেষ হয়েছে। বাংলাদেশ এবং কুয়েত কোন দলের ফুটবলাররা গোলের দেখা পায়নি। লাল সবুজের প্রতিনিধিরা আজ যদি কুয়েতকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করতে পারে তাহলে ১৮ বছর পর ফাইনাল খেলার সুযোগ পাবে তারা। এই ম্যাচের আগে কুয়েতের বিপক্ষে বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছিল। ওই দুটো ম্যাচে বাংলাদেশ হেরেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App