×

খেলা

জামালদের আজ মালদ্বীপ পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১১:২০ এএম

জামালদের আজ মালদ্বীপ পরীক্ষা
বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ দল মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে। জামালদের জয়ের ওপর নির্ভর করছে তারা কি এবারের সাফে টিকে থাকবে নাকি ছিটকে যাবে। যদিও গ্রুপপর্বে তাদের ভুটানের মুখোমুখি হতে হবে। তবে মালদ্বীপের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারলে ভুটান দল লাল-সবুজের প্রতিনিধিদের সামনে কঠিন কোনো প্রতিপক্ষ হবে না। ভারতের বেঙ্গালুরুতে এবারের সাফের পর্দা ওঠে গত ২১ জুন। টুর্নামেন্ট মাঠে গড়ানোর দুই দিন পর গত শুক্রবার কর্তৃপক্ষ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের আসরের নাম দেয়া হয়েছে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ’। টুর্নামেন্ট কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, আমরা জানাতে পেরে খুবই আনন্দিত যে বেঙ্গালুরুর শ্রী কান্তারিভা স্টেডিয়ামে চলমান সাফ চ্যাম্পিয়নশিপ এখন থেকে ‘বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ’ নামে পরিচিত হবে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার বাংলাদেশের স্বাধীনতার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানিত করা হলেও এই টুর্নামেন্টে বাংলাদেশ দল দীর্ঘদিন যাবত আলো ছড়াতে পারছে না। এই টুর্নামেন্টের একমাত্র শিরোপা বাংলাদেশে আসে ২০০৩ সালে। এরপর ২০০৯ সাল পর্যন্ত সেমিফাইনালে উঠতে পেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর প্রতি আসরে তাদের গ্রুপপর্ব পর্যন্ত খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এবারের সাফে কোচ হ্যাভিয়ের কাবরেরার অধীনে অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলতে চায় জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। আজ মালদ্বীপের বিপক্ষে তাদের ফলাফল বলে দেবে এবারের সাফে লাল-সবুজের প্রতিনিধিদের ভবিষ্যৎ কী। বাংলাদেশ ও ভারত এই পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়, যেখানে প্রতিটি ম্যাচই হয়েছে লাল-সবুজদের ঘরের মাঠে। সাত ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ, আর বাকি ৫ ম্যাচে জয় পেয়েছে মালদ্বীপ। ফিফা র‌্যাঙ্কিংয়েও মালদ্বীপ বাংলাদেশের তুলনায় অনেকটা এগিয়ে। তাই আজ দলটির বিপক্ষে কঠিন পরীক্ষায়ই নামতে চলেছে জামাল-সোহেলরা। মালদ্বীপ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তাদের এবারের সাফে টিকে থাকার সম্ভাবনা রয়েছে। তবে হার নিয়ে মাঠ ছাড়লে জামালদের সামনে আর কোনো সমীকরণ বেঁচে থাকবে না। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশ দলের লড়াই শুরু হয় লেবাননের বিপক্ষে। লেবানন এবারের সাফে র‌্যাঙ্কিংয়ের দিক থেকে সবচেয়ে শক্তিশালী দল। তবে বাংলাদেশ সেই দলকে পুরো ম্যাচজুড়ে শক্তি প্রদর্শন করতে দেয়নি। পুরো ম্যাচেই কাবরেরার শিষ্যরা তালে তাল মিলিয়ে লড়াই করেছে। পুরো সময় যাবত লেবানন দলকে আটকে রাখলেও শেষ সময়ে খেই হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ সময়ে ছন্দপতনের রোগটি বাংলাদেশ ফুটবল দল বহন করছে বহুকাল ধরে। এই এক কারণেই বাংলাদেশ দীর্ঘদিন যাবত সাফে ব্যর্থতার বোঝা বহন করে চলেছে। এবারো নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার একমাত্র কারণ এটি। সাফের উদ্দেশে দেশ ছাড়ার আগে অবশ্য কাবরেরা সংবাদ সম্মেলনে জানান, শেষ সময় পর্যন্ত একই ছন্দে খেলার দিকে তিনি বিশেষ নজর দিয়েছেন। তবে লেবাননের বিপক্ষে সোহেল রানাদের অনুশীলনের প্রতিফলন ম্যাচের ৭৯তম মিনিটের পর আর দেখা যায়নি। প্রথম ম্যাচে হারার পর লাল-সবুজের একাদশে থাকা খেলোয়াড়রা রিকভারি সেশনে অংশগ্রহণ করেন। বাকিরা অনুশীলনে পার করেছেন ব্যস্ত সময়। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা খেলোয়াড়দের হারের বিষাদ ভুলে গিয়ে আগামীর দিকে বেশি মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। কেননা, এক ম্যাচে পরাজিত হয়ে বাংলাদেশ পিছিয়ে থাকলেও নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে সেমির পথে এগিয়ে আছে মালদ্বীপ। তাই বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা অনেকটা স্পষ্ট। তারপরও, খেলোয়াড়দের প্রস্তুতি শেষে কাবরেরা বরাবরের মতো ইতিবাচক থাকার ব্যাপারে জানান। তিনি বলেন, ‘আমরা হতাশ, কেননা লেবাননের বিপক্ষে ব্যর্থ হয়েছি। গুরুত্বপূর্ণ কিছু অর্জনের খুব কাছাকাছি ছিলাম, এমনকি ৩ পয়েন্টও পেতে পারতাম। দ্বিতীয়ার্ধে গোলের সুযোগও পেয়েছিলাম। এত কাছাকাছি এসেও কিছু না পাওয়া অবশ্যই অনেক হতাশার। কিন্তু এখন সময় গতকালের ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নেয়ার। কেননা, গত ম্যাচের ফল নিয়ে এখন আর আমাদের পড়ে থাকলে চলবে না। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৯তম দলের বিপক্ষে আমরা খেলেছি, ম্যাচটি আমাদের মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য যথেষ্ট প্রাণশক্তি জোগাবে।’কাবরেরা মানেন মালদ্বীপের রক্ষণভাগে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশের ফরোয়ার্ডদের। তাদের মেধাবী খেলোয়াড় আছে জানিয়ে তিনি বলেন, ‘মালদ্বীপ দলে বেশ কয়েকজন ভালো মানের ডিফেন্ডার এবং মেধাবী খেলোয়াড় আছে। এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। ম্যাচটি দুদলের জন্য ফিফটি-ফিফটি।দুদলই শতভাগ পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।’ ব্যর্থতা থাকলেও আশা অনুযায়ী পরিকল্পনা এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, প্রতিআক্রমণ থেকে আমরা সুযোগ তৈরি করতে পারছি। এখন ছেলেদের আরেকটু উপরে উঠতে হবে এবং সুযোগগুলো কাজে লাগাতে হবে। সুযোগগুলো তৈরি করছি আবার ওয়ান অন ওয়ান পজিশনে সেটা মিসও করছি। অবশ্যই এই দিকগুলোতে আমাদের উন্নতি ও কাজ করা দরকার। ম্যাচে নেতিবাচক, ইতিবাচক সবদিকই থাকবে, তবে আমাদের ইতিবাচক দিক নিতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App