×

খেলা

বড় দুঃসংবাদ পেলেন ডু প্লেসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ০১:৪৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ‍ডু প্লেসি। ৯১ রানে রিটায়ার্ড হার্ট হন প্রোটিয়া অধিনায়ক। পিঠের নিচের অংশে চোট পেয়ে ডেভিড মিলারের কাঁধে চড়ে মাঠ ছাড়েন ‍ডু প্লেসি। এরপর আর মাঠে ফিরেননি। চিকিৎসকরা আরও বড় দুঃসংবাদ দিয়েছেন। ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবে হবে তাকে।ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করছেন ডু প্লেসি। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করার পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্টও খেলতে পারবেন না ফাফ ‍ডু প্লেসি। আগামী ২৬ ডিসেম্বর প্রথমবারের মতো চারদিনের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দিবারাত্রি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ডু প্লেসির পরিবর্তে টি-টোয়েন্টিতে স্বাগতিক দলকে নেতৃত্ব দিবেন জেপি ডুমিনি। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার মতো তারকা ক্রিকেটারও। ডু প্লেসি ইনজুরিতে পড়লেও বড় ক্ষতি হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকলেও এরপরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন। ভারতের বিপক্ষে তিনটি টেস্ট, ছয়টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ডু প্লেসিকে পুরোপুরি ফিট চায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App