×

খেলা

ইতিহাস গড়ার হাতছানি উইলিয়ামস-টেলরদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ০১:২৬ পিএম

২০১০ সালের পর ঘরের মাঠে মাত্র দুটি ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। একটি পাকিস্তানের বিপক্ষে ২০১২-১৩ সালে এবং আরেকটি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে ২-১ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ হারে ওয়ানডের দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ছয়টি সিরিজের ছয়টিতেই জয় টিম ইন্ডিয়ার। কিন্তু বিরাট কোহলির দল এখন সিরিজ হারের শঙ্কায়। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে ভারত। আজ দ্বিতীয় ম্যাচে পুনেতে নামবে ধোনি, ধাওয়ানরা। আজ হারলেই সিরিজ শেষ ভারতের। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড জিতেছিল ৬ উইকেটে। টম লাথামের সেঞ্চুরি ও রস টেলরের দারুণ ব্যাটিংয়ে সহজেই জয় পায় সফরকারীরা। আজ ভারতকে হারাতে পারলে কেন উইলিয়ামসের দল ইতিহাস গড়বে। ভারতের মাটিতে কখনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেনি নিউজিল্যান্ড। আগের পাঁচবারের পাঁচটিতেই সিরিজ হেরেছিল তারা। কিউইদের সাফল্যের মুকুটে আজ নতুন পালক লাগবে কিনা সেটাই দেখার। দুই দল ২০১৬ সালের অক্টোবরে পাঁচ ম্যাচ সিরিজ খেলেছিল। এক বছর আগেও ভারতকে চ্যালেঞ্জ দিয়েছিল কিউইরা। কিন্তু শেষ হাসিটা হাসে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ভারত। নিউজিল্যান্ডের পাশাপাশি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতও। ৯৯ ওয়ানডেতে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে ৪৯ ম্যাচ। আজ জিতলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করবে ভারত। দুই দলের মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ড জিতেছে ৪৪ ম্যাচে। তৃতীয় দল হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওয়ানডে জয়ের হাতছানি ভারতের। কিউইয়ের বিপক্ষে সবথেকে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া (৯০)। এরপরই আছে পাকিস্তান (৫৩)। আজ পুনেতে কোন দল ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলতে পারে সেটাই দেখার।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App