×

খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ০৫:৫৩ পিএম

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

হংকংয়ে অনুষ্ঠিত ইমার্জিং নারী এশিয়া কাপের ফাইনালে মঙ্গলবার (২০ জুন) পাকিস্তানকে ডিএলএস ম্যাথডে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আগামীকাল ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের নারী ‘এ” দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হন টাইগ্রেস ব্যাটার নাহিদা আক্তার।

নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে যেতে পাকিস্তানকে ৯ ওভারে মাত্র ৬০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশের মেয়েরা। ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করা পাকিস্তানের মেয়েরা ওপেনিং জুটিতেই তুলে ফেলে প্রায় অর্ধেক রান। ২৬ রানের মাথায় প্রথম উকেটের পতনের পর থেকেই পাকিস্তানকে চেপে ধরে লতা মন্ডলের দল। শেষ দুই ওভারে পাকিস্তানের জেতার জন্য প্রয়োজন ছিল ২০ রান। শেষ ওভারে গিয়ে পাকিস্তানের লক্ষ্য দাড়ায় ১৩ রানে। কিন্তু পাকিস্তানের মেয়েরা মাত্র ৭ রান তুলতে পারায় ৬ রানের জয় লাভ করে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

হংকংয়ের টিন কং রোড রিক্রেয়েশন গ্রাউন্ডে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দ্বিতীয় সেমি ফাইনাল শুরুর কথা থাকলেও মাঠে হানা দেয় বৃষ্টি। ফলে ডিএলএস ম্যাথডে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৯ ওভারে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ৯ ওভারে ৫৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল। জবাবে পুরো ৯ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তানের মেয়েরা।

অধিনায়ক লতা মন্ডলের সিদ্ধান্তে টসে জিতে ভেজা উইকেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের নারীরা। দলীয় ৪ রানের মাথায় ওপেনার সাথী রানিকে বোল্ড করে পাকিস্তানকে দুর্দান্ত শুরু এনে দেন ফাতিমা সানা। সাথীর বিদায়ে পর ব্যাটিং বিপর্যয়ের পরে টাইগ্রেসরা। ১২ রান যোগ করতেই প্রথম সারির আরও ৫ ব্যাটারকে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। ১৬ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে যখন ধুকতে থাকা দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন নাহিদা আক্তার। তার ১৬ বলে ২১ রানের ইনিংসের কারণেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। এছাড়া দুই অঙ্কের কোটায় পৌছান রাবেয়া আক্তার ২০ বলে ১০ রান করে। শেষ দুই বল খেলতে নামা সুলতানা খাতুনের এক বিশাল ছয়ে ৫৯ রানের পুজি পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ফাতিমা ১৩ রান খরচে নেন ৩ উইকেট। এছাড়া আনোশা নাসির মাত্র ৬ রান দিয়ে তুলে নেন ২ টি উইকেট। ২ ওভারে ২২ রান দিয়ে অবশিষ্ট উইকেটটি পান তুবা হাসান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শাওয়াল জুলফিকার এবং এমান ফাতিমার ওপেনিং জুটিতেই জয়ের সুবাস পেতে শুরু করেছিল পাকিস্তানের নারীরা। ব্যক্তিগত ১৮ রান করে ফাতিমা রাবেয়ার বলে নাহিদার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৬ রানের উদ্বোধনী জুটি। ৩৩ রানের মাথায় নাহিদা আক্তারের বলে অধিনায়ক লতার হাতে ক্যাচ দেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৫৩ রানে থামে পাকিস্তান। এরপর তেমন কেউ দাড়াতেই পারেনি পাকিস্তানের হয়ে। টাইগ্রেসদের হয়ে রাবেয়া আক্তার ১৩ রান খরচে নেন ২ টি উইকেট। একটি করে উইকেট পান নাহিদা ও মারুফা। তারা দুজনই দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে চাপে রাখেন ।

এর আগে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। জুনিয়র টাইগ্রেসদের ১৪৮ রানের জবাবে মালয়েশিয়া ৮ উইকেটে মাত্র ৫১ রানেই থেমে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে দুদলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়।

তৃতীয় ম্যাচেও প্রকৃতির একই রূপ। বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি, আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের অর্ধেক পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ। আজ অপর সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটি বৃস্টির কারণে পরিত্যক্ত হলে ভারত ‘এ’ গ্রুপ চ্যাস্পিয়ন হওয়ায় সরাসরি ফাইনালে খেলার সুযোগ লাভ করে। আগামীকাল সকাল সাড়ে ১১টায় ফাইনালে বাংলাদেশের মোকাবিলা করবে ভারত। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশ ‘এ’ দলের মেয়েরা ভারত ‘এ’ দলকে হারিয়ে শিরোপা জিততে পারে কিনা তাই দেখার বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App