×

খেলা

ইমার্জিং নারী এশিয়া কাপের সেমিতে টাইগ্রেসরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১২:৩২ পিএম

ইমার্জিং নারী এশিয়া কাপের সেমিতে টাইগ্রেসরা

মালয়েশিয়াকে ৯৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ইমার্জিং নারী এশিয়া কাপের আসর শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। এরপর বৃষ্টির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে গড়ায়নি দ্বিতীয় ম্যাচ। গতকাল সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে গ্রুপপর্বের তৃতীয় ও শেষ ম্যাচও শুরু করা যায়নি বৃষ্টির জন্য। মাঠ ভেজা থাকায় খেলা শুরু করতে পারেনি আম্পায়াররা। ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে টাইগ্রেসরা।

খেলা শুরুর আগে শুরু হয় বৃষ্টি। পরে মাঠ ভেজা থাকার কারণে টস করা সম্ভব হয়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে করে গ্রুপ পর্বে নিজেদের দুটি ম্যাচ পরিত্যক্ত হয় লতা মণ্ডল ও মুর্শিদা খাতুদের। এক জয় আর দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের পয়েন্ট চার। এদিকে সমান চার পয়েন্ট আছে শ্রীলঙ্কার মেয়েদেরও। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়েই সেমিতে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা। এই টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্স আপ দল। আগামী ১৯ জুন সকাল ৯টায় হবে প্রথম সেমিফাইনাল। এরপর একই দিন দুপুর ২টায় হবে দ্বিতীয় সেমিফাইনাল। আর আগামী ২১ জুন দুপুর ২টায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এ গ্রুপের খেলায় আজ সকাল ৯টায় হংকংয়ের মেয়েদের মুখোমুখি হবে নেপালের মেয়েরা। আর দুপুর ১টা ৩০ মিনিটে ভারতের মেয়েদের মুখোমুখি হবে পাকিস্তানের মেয়েরা। ‘এ’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। সমান পয়েন্টে রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান। তিনে নেপাল ও চারে হংকং।

এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী বাংলাদেশের মুর্শিদা খাতুন। এক ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি করেন ৫৭ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সংযুক্ত আরব আমিরাতের ইশা ওযা। ২৮ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের শাওয়াল জুলফিকার আর ২১ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন ভিশমি গুনারতেœ। বোলারদের মধ্যে এক ম্যাচে ৫ উইকেট নিয়ে এক নম্বরে আছেন ভারতের শ্রেয়াঙ্কা প্যাটেল। সমান ৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মালয়েশিয়ার মাহিরা ইজ্জাতি ইসমাইল। ৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার মাদুশিকা মেথাতনাদা। আর ৩ উইকেট নিয়ে চার নম্বরে আছেন নেপালের ইন্দু বর্মন।

নারী ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়া নারী দলের বিপক্ষে ৯৭ রানের বড় জয় পায় বাংলার নারী দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের নারী দল। বিশ ওভারের খেলায় ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি তারা। দলীয় রান যখন ২৩ তখন আউট হয়ে ফেরেন দলের উইকেট রক্ষক ব্যাটার রুবায়া হায়দার। এরপর ৫২ রান তুলতে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ৯.৪ ওভারের খেলা তখন শেষ। এসময় দলের পক্ষে হাল ধরেন মুর্শিদা খাতুন। স্বর্ণা আক্তারের সঙ্গে গড়েন ৩৬ রানের জুটি। দল তখন কিছুটা শক্ত অবস্থানে। এরপর স্বর্ণা ও নাহিদা আক্তারের পর পর উইকেট পতন দলকে কিছুটা থমকে দিলেও, একপাশ আগলে ছিলেন মুর্শিদা খাতুন।

পরবর্তীতে রাবেয়া খানের সঙ্গে ৫৭ রানের জুটি দলকে লড়াই করার রসদ এনে দেয়। মুর্শিদা খাতুন ৪৪ বলে করেন ৫৭ রান। অন্যদিকে রাবেয়া খান করেন ১৪ বলে ১৫ রান। প্রথম ইনিংস শেষে বাংলাদেশের নারীরা ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয়। ১৪৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মালয়েশিয়ার নারীরা একদমই সুবিধা করতে পারেনি। শূন্য রানেই প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ক্ষণেক্ষণে উইকেট পতন হয়েছে। দলীয় ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে মালয় নারীরা। ৩৯ রানে ৮টি উইকেটের পতন ঘটে। বলার মতো সংগ্রহ কেউ করতে পারেনি। পুরো ২০ ওভার ব্যাট করে ৮ উইকেটের পতন আর ৫১ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় ইনিংস শেষ করে মালয়েশিয়ার নারী দল। সর্বোচ্চ ১৩ রান করে অপরাজিত ছিলেন ব্যাটার হামিজাহ হাশিম। বাংলাদেশের রাবেয়া খানের ঝুলিতে আসে সর্বোচ্চ ২ উইকেট।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে মাঠে নামা হয়নি বাংলাদেশের মেয়েদের। সেদিন শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে খেলার কথা ছিল লতার দলের। ইমার্জিং এশিয়া কাপে ভালো খেলার আশা নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক লতা মণ্ডল বলেছিলেন, আমরা আসলে যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। বাকিটা কী হবে জানি না। সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমরা চ্যাম্পিয়ন হবো, এরকম কিছু না। শুধু একটাই লক্ষ্য, আমরা ভালো ক্রিকেট খেলব। তারপর যা হবে দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App