×

খেলা

দেড়শ’র আগেই আউট শান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ০৪:৩৩ পিএম

ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান (১) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর সেঞ্চুরির আশা দিয়ে ফেরেন নাজমুল শান্ত। চারে নামা মুমিনুল হক সাজঘরে ফেরার পর ছক্কা মারতে গিয়ে দেড়শ’ বঞ্চিত হয়েছেন নাজমুল শান্ত। বাংলাদেশ ৬৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৪ রানে ব্যাট করছে। নাজমুল শান্ত ১৭৫ বলে ১৪৬ রানে আউট হয়েছেন। মাত্র ৪ রানের জন্য তিনি ১৫০ রান করতে পারেননি। তার ব্যাট থেকে ২৩টি চারের শট ও দুটি ছক্কা এসেছে। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পেয়েছেন তিনি। ওপেনার মাহমুদুল জয় ১৩৭ বল খেলে ৭৬ রানে আউট হয়েছেন। নয়টি চার মেরেছেন তিনি। শান্তর সঙ্গে দিয়েছেন ২১২ রানের জুটি। মুমিনুল ফিরেছেন ১১ রান করে। আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা। মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা। তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আফগানিস্তান। আর এই সংস্করণে দুই দশকের বেশি সময় পেরিয়ে এসেছে বাংলাদেশ। অভিজ্ঞতার বিচারে পরিষ্কার এগিয়ে তারা। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও এদিক থেকে নিজেদেরই ওপরে রাখছেন। তবে অভিজ্ঞতা তেমন না থাকলেও এই সংস্করণে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল রয়েছে আফগানিস্তানের পক্ষে। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের বিব্রতকর পরাজয় সঙ্গী হয় স্বাগতিকদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App