×

খেলা

ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ১০:০৪ পিএম

ওয়ানডে বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ

ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এ জন্য খসড়া সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরই মধে সূচিটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠিয়েছে তারা। আইসিসি অনুমোদন দিলে আগামী সপ্তাহে সূচিটি চূড়ান্ত হতে পারে।

ভারতের দেয়া খসড়া সূচি অনুযায়ী ২০১৯ সালের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর। বাংলাদেশের প্রথম ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে পুনেতে ১৯ অক্টোবর হবে। ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

এতদিন এশিয়া কাপের সঙ্গে জড়িয়ে ছিল ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ। মূলত ভারত যদি এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের ‘হাইব্রিড মডেল’ মেনে না নেয়, সে ক্ষেত্রে পাকিস্তানও ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে না। এমন হুমকি দিয়ে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই বাবর আজমদের বিশ্বকাপে অংশ নেয়া নিয়েও জেগেছিল শঙ্কা। এই সংকট নিরসন হওয়ায় এশিয়া কাপ বা বিশ্বকাপ নিয়ে দুটি দেশের মধ্যে আর কোনো শঙ্কার সৃষ্টি হবে না বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৫ অক্টোবর। যার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যেখানে বসে একত্রে খেলা দেখতে পারবে ১ লাখের বেশি মানুষ। খসড়া সূচিতে দুই সেমিফাইনালের ভেন্যু এখনো জানানো না হলেও সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা নামবে বিশ্বকাপের ফাইনাল ১৯ নভেম্বর। এছাড়াও লিগ পর্বে অন্যান্য বড় ম্যাচগুলোর মধ্যে থাকছে ৮ অক্টোবর চেন্নাইয়ে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ২৯ অক্টোবর ধর্মশালায় লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ৪ নভেম্বর আহমেদাবাদে খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং ১ নভেম্বর পুনেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।

গত আসরের মতো এবারো বিশ্বকাপে অংশ নিবে ১০টি দল। এরই মধ্যে সুপার লিগ দিয়ে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ৮টি দল। দলগুলো হলো বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্বের সেরা দুটি দল বিশ্বকাপে খেলার টিকেট পাবে। আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপ বাঁছাই পর্বের খেলা। সেখানে দুইটি গ্রুপে ভাগ হয়ে মোট ৮টি দল খেলবে মূলপর্বের টিকেট পাওয়ার জন্য।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করা নিয়ে আছে নানা হিসাব-নিকাশ। সম্প্রতি দেশটিতে সফর করে এসেছিলেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। জানা গেছে, পাকিস্তান সরকারের অনুমতি সাপেক্ষেই শুধু ভারতে বিশ্বকাপ খেলার কথা জানিয়েছে পাকিস্তান। আহমেদাবাদে নরেন্দ্র্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মতো নকআউট পর্বের ম্যাচ ছাড়া না খেলার আপত্তির কথাও তারা আইসিসির কাছে জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App