×

খেলা

‘অলিম্পিকে এক দৌড়েই সোনা জিততে হয়’- রোহিতকে কামিন্সের খোঁচা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৩, ০৯:৩১ পিএম

‘অলিম্পিকে এক দৌড়েই সোনা জিততে হয়’- রোহিতকে কামিন্সের খোঁচা

ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো বড় আসরের ফাইনাল এক ম্যাচের হয়া উচিত নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রোহিত তিন ম্যাচ ফাইনালের দাবি করেছেন। তার এই দাবির জবাবে খোঁচা মেরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

তিনি বলেছেন, ‘আমার কোনো সমস্যা নেই। ৫০ ম্যাচের সিরিজও হতে পারে। তবে অলিম্পিকে এক দৌড়েই কিন্তু সোনার পদক জিততে হয়। অস্ট্রেলিয়ান ফুটবল ও রাগবি প্রতিযোগিতারও ফাইনাল হয়। খেলা তো এটিই।’

আরো বলেন, ‘ফাইনালে উঠতে পৃথিবীর সব জায়গায় জিততে হয়। এক চক্রে ২০টি টেস্ট ম্যাচ খেলতে হয়। আমরা এই ২০ টেস্টের মধ্যে তিন বা চারটি টেস্টে শুধু হেরেছি। আমাদের দলের খেলোয়াড়েরা পুরো প্রতিযোগিতায় চমৎকার খেলেছে। আমরা এই প্রতিযোগিতার চাপের সঙ্গে নিজেদের ভালোভাবে খাপ খাওয়াতে পেরেছি বলেই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাটা খুবই তৃপ্তির।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App