×

খেলা

ভিনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শাস্তি দেয়া হয় ভ্যালেন্সিয়াকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৩, ০৬:০৬ পিএম

ভিনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শাস্তি দেয়া হয় ভ্যালেন্সিয়াকে

ছবি: সংগৃহীত

ভ্যালেন্সিয়ার সমর্থকরা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ করায়, দলটির খেলোয়াড়দের সাথে ধস্তাধস্তির শিকার হন তিনি। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ভিনিকে । ফলে ফুটবল বিশ্ব ফুঁসছে। স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় সমালোচনা হচ্ছিল। অবশেষে স্প্যানিশ রয়েল ফুটবল ফেডারেশন বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াসের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। লাল কার্ড দেখলে সাধারণত পরের ম্যাচে ওই খেলোয়াড় খেলতে পারে না। তবে ভিনির নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় তিনি রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলার জন্য বিবেচিত হবেন। তবে মানসিকভাবে সতেজ রাখতে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি ভিনিকে বিশ্রামে রাখতে পারেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সঙ্গে ভ্যালেন্সিয়াকে শাস্তির আওতায় এনেছে স্প্যানিশ ফেডারেশন। ভিনির প্রতি ভ্যালেন্সিয়ার মেসতেল্লা স্টেডিয়ামের দক্ষিণ স্ট্যান্ড থেকে বর্ণবাদী আচরণ করা হয়েছে। ওই স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অর্থাৎ আগামী পাঁচ ম্যাচে ওই স্ট্যান্ডে কোন দর্শক প্রবেশ করতে পারবেন না। এছাড়া ভ্যালেন্সিয়াকে ৪৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। ভ্যালেন্সিয়ার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, যে সকল দর্শক বর্ণবাদী আচরণ করেছেন তাদের সনাক্ত করা সম্ভব হলে আজীবনের জন্য নিষিদ্ধ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App