×

খেলা

অস্ট্রেলিয়ার নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ১১:৪৯ এএম

অস্ট্রেলিয়ার নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গার
বল টেম্পারিং কেলেঙ্কারিতে ড্যারেন লেহম্যানের পদত্যাগের পর থেকে শুরু হয় নতুন কোচ খোঁজা। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার নতুন কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সাবেক এই ওপেনার বর্তমানে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কোরার্সের দায়িত্বে আছেন। তার সঙ্গে সিএ’র চার বছরের চুক্তি হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ল্যাঙ্গার বলেন, নতুন দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত। আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। তবে আমাদেরকে গর্বিত করবে, এমন মেধাবি ক্রিকেটারের অভাব অস্ট্রেলিয়াতে নেই। খেলোয়াড়ি জীবনে বেশ সফল জাস্টিন ল্যাঙ্গার। ১৯৯৩ সালে টেস্ট অভিষেক হবার পর ১০৫ ম্যাচে ৭৬৯৬ রান করেছেন এই বাঁহাতি। কোচ হিসেবে গেল পাঁচ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং পার্থ স্কোরচার্সের হয়ে জিতেছেন তিনটি বিগ ব্যাশ আর দুইটি ঘরোয়া ওডিআই টুর্নামেন্ট। পাশাপাশি জাতীয় দলের হয়েও কোচের দায়িত্ব সামলেছেন সাবেক এই অজি তারকা। ২০১৬ তে ওয়েস্ট ইন্ডিজ সফর ও ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজে অজিদের দায়িত্বে ছিলেন জাস্টিন ল্যাঙ্গার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App