×

খেলা

রিয়ালের পুনরাবৃত্তি নাকি ম্যানসিটির প্রতিশোধ?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৯:৩০ এএম

রিয়ালের পুনরাবৃত্তি নাকি ম্যানসিটির প্রতিশোধ?

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এবারো ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি তারা। যদিও সেমিফাইনালের প্রথম লেগ শেষ হয়েছে ১-১ গোলের সমতা নিয়ে। আজ রাত ১টায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে তারা। গতবারের পুনরাবৃত্তি ঘটাতে পারবে রিয়াল নাকি প্রতিশোধ নিয়ে ফাইনালে উঠবে ম্যানসিটি?

এই দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে আছে সিটিজেনরা। শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, ঘরোয়া লিগেও আধিপত্য ধরে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ৩৫ ম্যাচে ২৭ জয়, ৪ ড্র ও ৪ হারে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। আর মাত্র ১ ম্যাচে জয় পেলেই প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা উৎসব করবে ম্যানসিটি। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য ধরে রাখলেও ঘরোয়া লিগে শিরোপা খুইয়েছে তারা। লিগ শিরোপা নিশ্চিত করেছে তাদের চিরপ্রতিদ্ব›দ্বী ক্লাব বার্সেলোনা। তবে কোপা দেল রের শিরোপা ঘরে তুলেছে তারা। ঘরোয়া প্রতিযোগিতায় পারফরম্যান্স যেমনই হোক না কেন, চ্যাম্পিয়ন্স লিগ এলে যেন রিয়াল ভিন্ন এক দল হয়ে যায়। গত এক দশকে স্প্যানিশ ক্লাবটির ঘরোয়া এবং মহাদেশীয় সাফল্যের তুলনা করলে ব্যাপারটি বোঝা যায়।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই দুই দল মুখোমুখি হয়েছে ১১ বার। যেখানে রিয়ালের চার জয়ের বিপরীতে সিটিও জিতেছে চারটি ম্যাচে। তিনটি ম্যাচ ড্র হয়। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৯ বারের দেখায় সমান তিনটি করে ম্যাচে জয় পায় দুই দল। বাকি তিনটি ড্র। প্রথম লেগের খেলা হয়েছে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। যেখানে ভিনিসিয়াস জুনিয়রের গোলে প্রথমার্ধে লাস ব্লাঙ্কোসরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে কেভিন ডি ব্রুইনার গোলে সমতা ফেরায় সিটি। এবার রিয়ালকে আতিথেয়তা দেবে সিটিজেনরা। খেলা হবে তাদের ঘরের মাঠ ইতিহাদে।

প্রথম লেগের আগুনে লড়াইয়ে ম্যানসিটির ফরোয়ার্ড আর্লিং হলান্ড ছিলেন একদমই শীতল। তাকে বিপজ্জনক হতে দেয়নি রিয়ালের রক্ষণভাগ। তবে নিজেদের মাঠে হলান্ডের গল্প অন্যরকম হবে বলেই মনে করেন সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের রেকর্ডসহ আরো বেশ কিছু কীর্তি গড়েছেন তিনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে হলান্ডের গোলসংখ্যা ৫২। চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোলের মালিক তিনি। ম্যানসিটি কোচের ভাষ্যমতে, প্রথম লেগে হলান্ডকে আটকাতে সফল হওয়ায় রুডিগারকে অভিনন্দন। তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয়, হলান্ডের বয়স কেবল ২২। চ্যাম্পিয়ন্স লিগে এটাই তার প্রথম সেমিফাইনাল। রিয়াল মাদ্রিরে মতো একটি ক্লাব ও দারুণ সব ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকারদের সামনে সবকিছু কঠিন ছিল। তবে পরের ম্যাচে হলান্ডের জন্য কাজটা তুলনামূলক সহজ হবে। হলান্ড ছাড়াও দুর্দান্ত ছন্দে আছেন প্রথম লেগে গোলের দেখা পাওয়া কেভিন ড্রি ব্রুইনা।

অপরদিকে লস ব্লাঙ্কোসদের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির বিপক্ষে ২-০ গোলের পাশাপাশি কোপা দেল রের ফাইনাল ম্যাচেও জোড়া গোল করেন ২২ বছর বয়সি এই তারকা। রিয়ালের হয়ে দারুণ ছন্দে আছেন গত মৌসুমের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমাও। ছন্দে আছেন প্রথম লেগে গোল পাওয়া আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে সর্বশেষ ২৫ ম্যাচে হারেনি সিটি। তবে এবার রিয়াল মাদ্রিদ বলে কথা। ম্যাচের আগে সিটিজেনদের এক প্রকার হুমকি দিয়ে রাখেন রিয়াল মিডফিল্ডার ফেদে ভলভর্দে। তিনি বলেন, ‘মাদ্রিদে আমাদের শেখানো হয়েছে, শেষ হওয়ার আগে কোনো কিছুই শেষ নয়। এখনো হাতে ৯০ মিনিট আছে। চ্যাম্পিয়ন্স লিগে খেলা সব সময়ই বিশেষ কিছু। কারণ এটা রিয়াল মাদ্রিদের প্রতিযোগিতা। অন্য দলের চেয়ে এটা সব সময়ই আলাদা।’

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে হারায় ম্যানচেস্টার সিটি। আর চেলসিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।

কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে সেমির টিকেট নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথম লেগে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় লেগেও একই ব্যবধানে ব্লুজদের হারায় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App