×

খেলা

শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৬:৫৬ পিএম

শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগে যাদের কাছে শিরোপা খুইয়েছিলো, সেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েই চ্যাম্পিয়ন হলো আবাহনী লিমিটেড। শনিবার (১৩ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগের শেষ রাউন্ডের ম‍্যাচে শেখ জামালকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। ৪ বল বাকি থাকতেই ২৮৩ রানের লক্ষ্যে পোঁছায় তারা।

গত আসরে টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে হতাশায় ডুবিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল শেখ জামাল। তবে পরের আসরেই শিরোপা পুনরুদ্ধার করল মোসাদ্দেক হোসেনের দল। সব মিলিয়ে ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে ২২তম শিরোপা জিতল আবাহনী। ২০১৩-১৪ মৌসুমে লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে তাদের পঞ্চম শিরোপা এটি। আর কোনো দল জেতেনি একাধিকবার।

পুরো আসরে দারুণ পারফর্ম করা নাঈম শেখ জ্বলে উঠেছেন এ ম্যাচেও। চলতি লিগে একাদশতম পঞ্চাশ ছোঁয়া ইনিংসে খেলেছেন ৬৮ রানের ইনিংস। আরেক ওপেনার এনামুল হক করেছেন ৭২ রান। শেষ দিকে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পান আফিফ হোসেন।

নিজেকে ছাড়িয়ে যাওয়া লিগে ১৬ ম্যাচে ১০ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৯৩২ রান করেছেন নাঈম। ২০১৮-১৯ মৌসুমে ৮০৭ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। প্রিমিয়ার লিগের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এনামুল করেছিলেন ১ হাজার ১৩৮ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App