×

খেলা

টি-টোয়েন্টিতেই বেশি আগ্রহ সাব্বিরের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৮, ০১:৪০ পিএম

টি-টোয়েন্টিতেই বেশি আগ্রহ সাব্বিরের
  সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটে একজন বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই। সেটি আবার ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সাব্বির নিয়মিত তিন ফরম্যাটে খেললেও বেশি পছন্দ টি-টোয়েন্টি ক্রিকেটই। শুরুতে ব্যাট করতেন তিনি লোয়ার অর্ডারে। সেখানে প্রতিভার ঝলক দেখিয়ে ২০১৬ সালে উঠে আসেন তিন নম্বরে। প্রতিভার প্রমাণ দেন সেখানেও। ওই বছর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চার ম্যাচে করেন ১৪০ রান। একই বছর ঘরের মাঠে আয়োজিত এশিয়া কাপে ৫ ম্যাচে ১৭৬ রান করে টুর্নামেন্ট সেরা হন। শ্রীলঙ্কার বিপক্ষে তার ৫৪ বলে সর্বোচ্চ ৮০ রানের সেই বিস্ফোরক ইনিংসটির কথা আজও সবার মুখে মুখে ফেরে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির এই রানের ধার ধরে রেখেছিলেন ওই বছরের বিপিএলেও। রাজশাহী কিংসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৯ ছক্কা ও ৯ চারে অনবদ্য ১২২ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। টি-টোয়েন্টি দিয়ে ক্যারিয়ার শুরু করা সেই সাব্বির আজ বাংলাদেশ ক্রিকেটের তিন ফর্মেটেই এক নির্ভরতার নাম। পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করে পরিণত হয়েছেন ওয়ানডে দলের অবিচ্ছেদ্য অংশে। টেস্টেও তা-ই। ক্রিকেটের এই তিন ফর্মেটের মধ্যে টি-টোয়েন্টিই তার সবচে পছন্দের। পছন্দ করেন আগ্রাসী ব্যাটিং করতে। আগ্রাসী ব্যাটিং না করলে নাকি তিনি ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ক্রিজের মধ্যেই অন্যমনস্ক হয়ে যান! পেশোয়ার জালমির হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট পিএসএল খেলে এসেছেন। দেশের বাইরে এটাই তার প্রথম কোনো টি-টোয়েন্টি লিগ। সেখানে অনেক ক্রিকেট গ্রেটের সঙ্গেই তার দেখা হয়েছে। ওয়াকার ইউনুস, ইনজামাম উল হক থেকে শুরু করে স্যার ভিভ রিচার্ডস পর্যন্ত। আশ্চর্য হলেও সত্য তারা এসে সাব্বিরের সাথে দেখা করেছেন, কথা বলেছেন, টিপস দিয়েছেন, করেছেন।আদরও। ভিভ রিচার্ড বলেই বসেছেন কেন তুমি সিপিএল খেলো না? এসব বিষয় দারুণ আপ্লুত করেছে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App