×

খেলা

তুর্কমেনিস্তানকে পাত্তা দিলেন না রুমা-সঙ্গীতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:২১ পিএম

তুর্কমেনিস্তানকে পাত্তা দিলেন না রুমা-সঙ্গীতারা

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশের খেলোয়াড়কে আটকানোর চেষ্টা করছেন তুর্কমেনিস্তানের ফুটবলার

তুর্কমেনিস্তানকে পাত্তা দিলেন না রুমা-সঙ্গীতারা

এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল গোল করার পর দর্শকদের উল্লাস

 এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ টুর্নামেন্টে বুধবার উড়ন্ত সূচনা করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। রুমা আক্তার-সঙ্গীতাদের গোলেরর নৈপুন্য দেখে সিঙ্গাপুরের ফুটবলপ্রেমীদের নয়ন জুয়িয়ে গেছে। এক কথায় বলা যায়, লাল-সবুজের প্রতিনিধিরা দুর্দান্ত খেলেছেন।

এদিন জালান বিসার স্টেডিয়ামে বাংলাদেশ ১৭ নারী দল হেসে খেলে তুর্কমেনিস্তানকে পাত্তা দেননি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ম্যাচ শুরুর পর থেকেই লাল সবুজের প্রতিনিধিরা মাঠ দখল করে নেয়। ম্যাচের ৪০ মিনিটি পর্যন্ত তুর্কমেনিস্তানের মেয়েরা বলই খুঁজে পাচ্ছিল না। বাংলাদেশের মেয়েরা তাদের ভালই নাকানি চুবানি খাইয়েছেন।

[caption id="attachment_425695" align="aligncenter" width="1024"] এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল গোল করার পর দর্শকদের উল্লাস[/caption]

ম্যাচ শুরুর তিন মিনিটে প্রথম গোল করেন পূজা দাশ। এরপর বাংলাদেশের মেয়েদের গোলের ক্ষুধা আরো বেড়ে যায়। ম্যাচের পাঁচ মিনিটে দ্বিতীয় গোল করেন মারমা। এরপর অধিনায়ক রুমা গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন। কয়েকবার বল পেয়েও তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। তবে ৩৯ মিনিটে বল জালে জড়িয়ে ক্ষান্ত হন লাল সবুজের অধিনায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App