×

খেলা

আইপিএলে কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৯:২৬ এএম

আইপিএলে কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা

ছবি: এনডিটিভি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বিরাট কোহলি। সে দায়িত্ব পালন করতে গিয়েই এবার বড় জরিমানা গুণতে হলো ভারতীয় এ তারকা ক্রিকেটারকে। স্লো ওভাররেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।

আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিসিআই।

যদিও ফাফ ডু প্লেসি চোটের কারণে পুরো ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি। তবুও কোহলিকে জরিমানা করা হয়েছে ২৩ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে জনাব কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ শতাংশের ২৫ শতাংশ (যেটি কম) জরিমানা করা হয়েছে।

এমনিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার শুরু না করায় শেষ ওভারে গিয়ে বৃত্তের বাইরে একজন কম খেলোয়াড় রাখতে হয়েছিল বেঙ্গালুরুকে। এর বাইরেও জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে।

২০২১ সালে আইপিএলের অধিনায়কত্ব ছেড়ে দেয়া কোহলি দায়িত্বে ফেরেন এ মৌসুমেই। পাঁজরের চোটে ডু প্লেসি সর্বশেষ দুটি ম্যাচে শুধু ব্যাটিং করেছেন। কোহলি ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। দুটি ম্যাচেই জয় পেয়েছে বেঙ্গালুরু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App