×

খেলা

সেঞ্চুরি ছাড়াও শচীনের ১২ বিশ্ব রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১০:২৩ পিএম

ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন শত সেঞ্চুরির রেকর্ড। তবে শুধু সেঞ্চুরি করাই নয়, সবেচেয়ে বেশি ফিফটি, সবচেয়ে বেশি রান সংগ্রহের দিক থেকেও শীর্ষে রয়েছেন ভারতীয় এই কিংবদন্তি।

জীবনের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন শচীন। এই কিংবদন্তির জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ভারতীয় সাবেক অধিনায়ক ও বর্তমানে বোর্ড অব কন্ট্রোল ইন ইন্ডিয়ার প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

ক্রিকেট থেকে অবসরের আগে ১২টি বিশ্ব রেকর্ড গড়েন শচীন। এক নজরে দেখে নেয়া যাক সেসব বিশ্ব রেকর্ড-

১. সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ: ৪৬৩ ২. সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার: ৬২ ৩. সবচেয়ে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ার: ২২ বছর ৯১ দিন ৪. সবচেয়ে বেশি ওয়ানডে রান: ১৮৪২৬ ৫. সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি: ৪৯ ৬. এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান: ১৯৯৮ সালে ৩৪ ম্যাচে ১৮৯৪ ৭. সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ: ২০০ ৮. সবচেয়ে বেশি টেস্ট রান: ১৫৯২১ ৯. সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি: ৫১ ১০. টেস্টে দ্রুততম ১০০০০ রান: ১৯৫ ইনিংসে ১১. টেস্টে দ্রুততম ১৪০০০ রান: ২৭৯ ইনিংসে ১২. টেস্টে দ্রুততম ১৫০০০ রান: ৩০০ ইনিংসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App