×

খেলা

সাভারে প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত টিম বিজয়ী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৪:৫৪ পিএম

সাভারে প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত টিম বিজয়ী

বিজয়ী অবিবাহিত টিম। ছবি: ভোরের কাগজ

ঈদের ফিতরের দ্বিতীয় দিন রবিবার (২৩ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের গেণ্ডা মহল্লায় ব্যতিক্রমী এক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে হাজারে নারী-পুরুষ আনন্দে মেতেছিলেন। ইমু চেয়ারম্যানের বালুর মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দুই টিমের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচে বিভিন্ন বয়সি মানুষ অংশ নিয়েছে। খেলায় অবিবাহিত টিম ২-১ গোলে বিজয়ী হয়েছে। বিজয়ীদের জন্য ছিল একটি ষাড় গরু এবং রানার্স আপ টিমের জন্য ছিল একটি রাম ছাগল। এছাড়া খেলায় অংশ নেয়া ৫০ জনের জন্য ছিল শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট। খেলায় বিজয়ী দলের আলিফ শ্রেষ্ঠ খেলোয়ার, উলি তুষার শ্রেষ্ঠ গোলদাতা এবং রানার্স আপ দলের আতিক সামস খান রানা শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন। ২৪ এপ্রিল রবিবার দুপুর থেকে বাদ্যযন্ত্র সহকারে ষাড় গরু ও রাম ছাগল এলাকার রাস্তায় ঘুরানো হয়। নির্দিষ্ট কোনো অতিথি না থাকলেও মাঠের পশ্চিম পাশে মুরুব্বিদের জন্য প্যান্ডেল এবং পুরুষ ও নারীদের জন্য ছিল পৃথক প্যান্ডেল। বিজয়ী দলে উলি তুষার ও আলিফ দুটি গোল করেন। পেনাল্টি শটে বিবাহিত দলের পক্ষে গোল করেন অধিনায়ক মুরাদ। খেলা নিয়ে ছিল তুমুল উত্তেজনা। প্রথমার্ধে গোল খেয়ে বিবাহিতরা তা পরিশোধের চেষ্টা করে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে অফসাইটের কারণে অবিবাহিতদের একটি গোল বাতিল করেন রেফারি। এরপর অবিবাহিতদের আরো একটি গোলকে বিতর্কিত বলে বাতিল করা হয়। শেষ মুহুর্তে পেনাল্ট্রি শটে একটি গোল শোধ করে বিবাহিত টিম। খেলার পুরো সময় জুড়ে ছিল উত্তেজনা। বিবাহিত টিমে খেলোয়ার বদল করা হয় মিনিটে মিনিটে। শেষ মুহূর্তে নির্দিষ্ট খেলোয়ারের বাইরে অতিরিক্ত অনেককে অবিবাহিত টিমের গোলপোষ্টের সামনে দৌঁড়ঝাঁপ করে দেখা যায়। এতে হাস্যরসের সৃষ্টি হয়।

এদিকে প্রীতি ম্যাচ আয়োজন ঘিরে মাসব্যাপী ছিল প্রস্তুতি। একদল তরুণ গেণ্ডা ও আশপাশ এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালিয়ে এন্ট্রি ফি (প্রবেশাধিকার মূল্য) সংগ্রহ করে সববয়সি মানুষকে নিমন্ত্রণ জানিয়েছেন। বিকেল তিনটার দিকে সহস্রাধিক দর্শক মাঠের চারপাশে অবস্থান নিতে থাকে। অংশ নেয়া খেলোয়ারদের পরিবারের সদস্যরাও ছিলেন দর্শক সারিতে। বিবাহিত দলে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুজ্জামান খান মুরাদ অধিনায়ক ও অবিবাহিত দলে অধিনায়ক ছিলেন স্থানীয় চিরকুমার সংঘের সভাপতি বিপুল খান।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে শিক্ষানুরাগী সালাহ উদ্দিন খান নঈম, কে এম ফরিদ বাবলু, এডভোকেট কাজী শাহাজ উদ্দিন মিন্টু, সাবেক কাউন্সিলর আয়নাল হক গেদু, সোহরাব হোসেন, গণমাধ্যমকর্মী কামরুজ্জামান খান, তরুণ সমাজকর্মী গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাবসহ অনেকে উপস্থিত ছিলেন। তার আগামি আরো বড় পরিসরে এমন আয়োজনে তরুণ-যুবকদের পাশে থাকার অঙ্গীকার করেন। খেলায় অংশ নেয়া ও দর্শকদের জন্য রাতে ছিল নৈশভোজের আয়োজন। আনন্দ ধরে রাখতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত খেলার মাঠের আকাশ আতশবাজির রঙিন আলোতে বর্ণিল হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App