×

খেলা

ফের চেলসির কোচ হচ্ছেন ল্যাম্পার্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:০৭ পিএম

ফের চেলসির কোচ হচ্ছেন ল্যাম্পার্ড

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড ও চেলসির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের কোচিং ক্যারিয়ারের শুরুটা ভালো হয়নি। ২০১৯ সালে চেলসির কোচ হিসেবে দায়িত্ব নিয়ে চূড়ান্ত ব্যর্থ হন তিনি। পরবর্তীতে তাকে ছাঁটাই করে টমাস টুখেলকে দায়িত্বে রাখা হয়েছিলো।

চেলসির পর ল্যাম্পার্ড এভারটনের কোচ হন ল্যাম্পার্ড। সেখানেও একই দশা। ভাঙা মৌসুমে গত বছর দায়িত্ব নিয়ে অবনমন এড়ালেও চলতি মৌসুমে এভারটন আবার অবনমনের পথে পা বাড়ানোয় বরখাস্ত করা হয়েছে তাকে। সেই ল্যাম্পার্ডকেই আবার কোচের দায়িত্ব দিচ্ছে চেলসি! সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক, প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়াম এমনই দাবি করেছে।

অথচ বায়ার্ন মিউনিখ থেকে চাকরি হারানো হুলিয়ান নাগেলসম্যান চেলসির কোচ হচ্ছেন বলে জোর গুঞ্জন ছিল। স্পেন জাতীয় দলের দায়িত্ব হারানো সাবেক বার্সা কোচ লুইস এনরিকেও লন্ডনে এসে সাক্ষাৎকার দিয়েছেন।

ল্যাম্পার্ডকে দায়িত্ব দিলেও তা স্থায়ী মেয়াদে নয়। তাকে কেবল চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য অর্থাৎ অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। যাতে করে সময় নিয়ে দলের প্রয়োজন বুঝে ভালো কোচ নিয়োগ দিতে পারে চেলসি বোর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App