×

খেলা

টি-টোয়েন্টিতে ধোনির পর রোহিতের ‘ডাবল সেঞ্চুরি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১১:৩৩ এএম

টি-টোয়েন্টিতে ধোনির পর রোহিতের ‘ডাবল সেঞ্চুরি’

ফাইল ছবি

সাকিব-মাহমুদউল্লাহ অনেকটা পিছিয়ে

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রোহিত শর্মা খেলে ফেলেছেন ২০০তম ম্যাচ। স্বীকৃত টি-টোয়েন্টিতে অধিনায়কত্বে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ক্রিকেটার তিনি, ভারতীয়দের মধ্যে দ্বিতীয়।

রোহিতের নেতৃত্বের দুই শর মধ্যে আইপিএলের ম্যাচই বেশি- ১৪৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ ম্যাচ অধিনায়কত্ব করেছেন ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে। ৫টি ম্যাচ আছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে।

স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৩০৭ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মহেন্দ্র সিং ধোনি।

ভারতের সাবেক অধিনায়ক এখনো চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। সবচেয়ে বেশি নেতৃত্ব দেওয়া প্রথম পাঁচজনের বাকি দুজন এখন অধিনায়কত্ব করেন না।

ভারত ও বেঙ্গালুরু মিলিয়ে ১৯০ ম্যাচ অধিনায়কত্ব করা কোহলি আছেন চারে। ১৭০ ম্যাচ নিয়ে পাঁচে থাকা গৌতম গম্ভীর মাঠের ক্রিকেটই ছেড়ে দিয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৫৮ ম্যাচ মাহমুদউল্লাহর। দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম, ম্যাচসংখ্যা ১৪৪। টাইগারদের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বের অভিজ্ঞতা ১৪৩ টি-টোয়েন্টির, যা বাংলাদেশিদের মধ্যে তৃতীয়, সব মিলিয়ে ১২তম। এর পরই আছেন মাশরাফি বিন মুর্তজা, ম্যাচ ১৪০টি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App