×

খেলা

পাকিস্তানের পেস বোলিং কোচ এখন গুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১১:২৫ এএম

পাকিস্তানের পেস বোলিং কোচ এখন গুল

শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। নিয়মিত অধিনায়ক বাবর আজম, অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান কিংবা পেসার শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের বিশ্রাম দিয়ে ওই সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা।

পিসিবি এবার নতুন কোচিং স্টাফও ঘোষণা করলো । আফগানদের বিপক্ষে সিরিজে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের সফলতম কোচ আব্দুল রেহমান হেড কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়া সাবেক পেসার উমর গুল পেস বোলিং কোচের দায়িত্ব পালন করবেন। পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করা সাকলায়েন মুশতাকের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে পিসিবির। এরপর থেকে হেড কোচ নেই পাকিস্তান জাতীয় দলের। রেহমান এবং গুলকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাকিস্তান প্রধান কোচ হিসেকে মিকি আর্থারকে পুনরায় নিয়োগ দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু কাউন্টি ছেড়ে তিনি এখন আসবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App