×

খেলা

ধারাবাহিকতার আরেক নাম নাজমুল হোসেন শান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৬:২৯ পিএম

ধারাবাহিকতার আরেক নাম নাজমুল হোসেন শান্ত

হোম অব ক্রিকেট মিরপুরে রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোচট খাওয়া বালাদেশ দল টি- টোয়েন্টি সিরিজে অসাধারণভাবে ঘুরে দাড়িয়েছে। প্রথম ম্যাচে ইংলিশ বোলারদের একের পর এক ছক্কা-চারে ভাসিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছিল টাইগাররা। আর সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন বর্তমান স্কোয়াডের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচেও আজ রবিবার (১২ মার্চ) দলের হাল ধরে জয় পর্যন্ত নিয়ে যান দলের এই অন্যতম ভরসার প্রতীক। এই জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের এই সিরিজ এরই মধ্যেই ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার তৃতীয় ম্যাচে মাঠে নামবে উভয় দল।

প্রথম ম্যাচের মতো এবারের জয়টা সহজ ছিল না টাইগারদের জন্য। ইংলিশদের আটকে দিতে দেশের বোলাররা যেমন ভালোভাবেই পরিস্থিতি সামাল দিয়েছেন তেমনি টাইগারদের আটকে জয় তুলে নিতে যথাসাধ্য চেষ্টা করেছেন ইংলিশ বোলাররাও। এক প্রান্তে যখন ধারাবাহিকভাবে উইকেট পতন হচ্ছিল তখন অবস্থান শক্ত করে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন শান্ত। ম্যাচের শেষ পর্যন্ত তিনি ৪৭ বলে ৪৬ রানের ইনিংস গড়েন। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর ফিল্ডিংয়েও নিজের দাপট দেখিয়েছেন এই ক্রিকেটার। তার দুর্দান্ত এক ক্যাচ সাজঘরের পথ ধরেছিলেন ২৮ বলে ২৮ রানের ইনিংস গড়া ডাকেট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে আগ্রাসী ব্যাটিং দিয়েই শান্ত প্রমাণ করে দিয়েছেন নিজেকে। বিপিএলে ব্যাট হাতে তার পারফরমেন্স দেখেই বুঝা গিয়েছিল দুর্দান্ত ছন্দে আছেন এই ব্যাটসম্যান। ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই তিনি নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটি করে নিজের রূপ দেখিয়েছিলেন। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও দলের হাল ধরা নায়কের নাম নাজমুল হোসেন শান্ত। রনি-লিটনের ওপেনিং জুটি ভালো শুরু এনে দিয়ে অপ্রত্যাশিত বলে আউট হন। রনির বিদায়ের পর তিন নম্বরে ব্যাট হাতে পিচে আসেন শান্ত। এসেই প্রথম বলে দর্শক ও ভক্তদের মর্মাহত করে আউট হন। মূলত সেই আউট ছিল আম্বায়ারেরই ভুল। আদিল রশিদের বল শান্তর ব্যাট ও গ্ল্যাভস স্পর্শ করে প্যাডে ঠেকাতে আম্পায়ার তাকে লেগ বিফোরের আউট দেন। তবে নিজের আত্মবিশ্বাস থাকায় রিভিউ নেন শান্ত। রিভিউতে জীবন ফিরে পান তিনি। জীবন ফিরে পেয়েই শুরু করেন তান্ডব। তার ঝড়ো ব্যাটিংয়েই বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী হয়। এর মধ্যে এক ওভারে তিনি টানা চারটি চার মেরে দর্শকদের নান্দনিক ক্রিকেটের স্বাদ গ্রহণ করার সুযোগও দেন। আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে শান্ত নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের দেখা পান ২৭ বল খেলেই। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের জয়ের ম্যাচটিতে ৩০ বলে ৫১ রান করে বিদায় নেন। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের নায়ক শান্তই ম্যাচসেরা খেলোয়াড় ঘোষিত হন। ক্যারিয়ারে তিনি প্রথমবারের মত অর্ধশত রান পর্যন্ত পৌছাতে পেরেছিলেন অস্ট্রেলিয়ায় আয়োজিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিনি ম্যাচটিতে ৪৮ বলে ৫৪ রান সংগ্রহ করে মাঠ থেকে বিদায় নিয়েছিলেন। ম্যাচে তিনি ভালো করতে পারলেও অন্যান্য ব্যাটারদের অপারগতায় ম্যাচটিতে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি নিজেকে ভরসার প্রতীক হিসেবে পরিচিত করেছেন বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ভালো অবদান রেখেই। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের আগমনে টাইগাররা ভালো করবে এমন আশা ছিল শুরু থেকেই। এর সঙ্গে নাজমুল হোসেন শান্ত ওয়ানডে ম্যাচেও নিজেকে প্রমাণ করার যথাসাধ্য চেষ্টা করেছেন। ইংলিশদের বিপক্ষে প্রথম ম্যাচে তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন ৮২ বলের মুখোমুখি হয়ে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই তিনি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন। তার অসাধারণ ব্যাটিংয়ের সঙ্গে সাকিব-মুশফিকের পারফরমেন্স বাংলাদেশকে ঘরের মাঠে লজ্জাজনক হোয়াইটওয়াশ থেকে বাঁচিয়েছিল সেদিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App