×

খেলা

মঈন আলীকে ফেরালেন মিরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৩:৫৬ পিএম

মঈন আলীকে ফেরালেন মিরাজ

ছবি: সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর বাংলাদেশের সামনে এবার অপেক্ষা করছে সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫৭ রানে ব্যাট করছে ইংল্যান্ড। বেন ডাকেট ব্যাট করছেন ১ রানে।

আজ রবিবার (১২ মার্চ) ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনে। জস বাটলারের পরিবর্তে ওপেন করতে আসেন ডেভিড মালান। তবে এই জুটিকে বাড়তে দেননি তাসকিন। তৃতীয় ওভারেই মালানকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন টাইগার পেসার। ৮ বলে এক চারে মালান করেন ৫ রান।

পাওয়ারপ্লেতে মালানকে হারালেও ইংল্যান্ড তোলে ৫০ রান। এই জুটি আগ্রাসী হওয়ার আগেই ফিল সল্টকে ফেরান সাকিব। আগের ম্যাচে ক্যাচ মিস করলেও এবার ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। ১৯ বলে ২৫ রান করেন সল্ট।

এই ম্যাচের একাদশে আজ পরিবর্তন এনেছে টাইগাররা। শামীম পাটোয়ারির পরিবর্তে একাদশে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডও নামছে একটি পরিবর্তন নিয়েই। মার্ক উডের জায়গায় খেলানো হচ্ছে লেগ স্পিনার রেহান আহমেদকে। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি অভিষেক হলো তার।

বাংলাদেশ একাদশ রনি তালুকদার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশ জস বাটলার, ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার, রেহান আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App