×

খেলা

সাকিব দলের জন্য আশীর্বাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৯:১৯ এএম

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে সাকিব আল হাসানের বীরত্বে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই জয়ের ফলে হোয়াইটওয়াশ এড়াল লাল-সবুজের দল। মূলত সাকিবের অলরাউন্ড পারফর্মম্যান্সেই ইংলিশদের সহজেই হারাতে পেরেছে টাইগাররা।ম্যাচ শেষে সাকিবের ভূয়শী প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যার সঙ্গে শীতল সম্পর্ক সেই অধিনায়ক তামিম ইকবালও সাকিবকে ভাসিয়েছেন প্রশংসার বৃষ্টিতে। বলেছেন, যে কোনো দলের জন্য সাকিব আশীর্বাদস্বরূপ।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ রানের জয়ের ম্যাচে সাকিব নিজেকে প্রমাণ করেছেন আরও একবার। দলকে জিতিয়েছেন তিনি ব্যাট ও বল হাতে তুখোড় নৈপুণ্যে। ৭৫ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন চারটি।

তামিম বলেন, ‘সে আজ অসাধারণ খেলেছে। যেভাবে সে নিচের সারির ব্যাটসম্যানদের সঙ্গে ব্যাট করেছে, ওই রানগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সে মানসিকভাবে খুবই শক্তিশালী। এর আগেও সে এমন পারফরম্যান্স করেছে। এটা নতুন নয়। আর তার মতো ক্রিকেটার থাকা যে কোনো দলের জন্য আশীর্বাদ। তার স্কিল সেটই আলাদা, যে কি না ১০ ওভার বোলিং করবে আবার ব্যাটিংও করবে, এমন ক্রিকেটার খুব বেশি খুঁজে পাবেন না।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে সাকিবকে ব্যাটিং অর্ডারের পুরোনো জায়গা পাঁচে খেলতে হচ্ছে। যদিও গত কয়েক বছর তিনে ব্যাটিং করে সাকিবের রেকর্ড ছিল দুর্দান্ত। তামিম অবশ্য আজ জানিয়েছেন, ভবিষ্যতে সাকিবকে মিডল অর্ডারেই দেখা যাবে। তাঁর কথা, ‘সে আমাদের হয়ে ৪ অথবা ৫-এ খেলবে। এটা নিশ্চিত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App