×

খেলা

স্পিনারদের সমীহ করছে আত্মবিশ্বাসী ইংল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৭ পিএম

স্পিনারদের সমীহ করছে আত্মবিশ্বাসী ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তাই ম্যাচ নিয়ে নানা প্রশ্নও তৈরি হয়েছে। বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ভয় পাচ্ছে কিনা .....। করা হলো উইকেট নিয়ে প্রশ্ন, স্পিনারদের নিয়ে প্রশ্ন। প্রশ্ন হয়ে এলেন মুস্তাফিজুর রহমান। দশ ম্যাচের আটটি হেরেছে ইংল্যান্ড ওই প্রশ্নও আসলো। জিজ্ঞেস করা হলো- বাংলাদেশের দর্শক চাপের কারণ কিনা।

কোন প্রশ্নই মঈন আলীর মুখ থেকে ‘ভয় পাচ্ছি’ শব্দটা বের করতে পারলো না। তিনি বললেন, তারা আত্মবিশ্বাসী। তারা আগ্রাসী ক্রিকেট খেলবেন। সব জায়গায়ই তাই খেলেন। তবে বাংলাদেশের কন্ডিশন, স্পিন বোলিং কিংবা মুস্তাফিজুর রহমানকে সমীহ করতে ভুললেন না।

বুধবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। ওই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মঈন আলী উইকেট নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন, ‘জানি না উইকেট কেমন হবে। গ্রাউন্ডসম্যানরা জানেন। তারা দুই সপ্তাহ ধরে উইকেট ঠিক করেছেন। সাধারণত এখানকার উইকেট ভালো হয়। ঢাকা ব্যাটিং করার জন্য ভালো জায়গা। তবে বাংলাদেশের চাওয়া মতো উইকেট হতে পারে।’

চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম সিরিজে তিন স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সঙ্গে কাটার-স্লোয়ারের ভয় ধরাতে পারেন মুস্তাফিজুর রহমান। বিষয়টি নিয়ে মঈন বলেছেন, ‘মুস্তাফিজ খুব ভালো বোলার। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুব ভালো বোলিং করে। বেশ কয়েক জায়গায় আমি ফিজের সঙ্গে খেলেছি। সে খুবই ভালো। তবে তাকে ভয় পাচ্ছি না। আমরা তাকে নিয়ে প্রস্তুতি নিয়েছি।’

প্রস্তুতি তারা স্পিনারদের নিয়েও নিয়েছেন বলেও জানিয়েছেন, ‘এই কন্ডিশনে আসলে স্পিন বোলিংই প্রত্যাশা করতে হবে। বাংলাদেশ গত ক’বছর খুব ভালো ক্রিকেট খেলছে। সেটা শুধু স্পিনারদের জন্য নয়, পেসাররাও ভালো করায়। বাঁ-হাতি পেসার মুস্তাফিজ ছাড়াও ক’জন বাঁহাতি স্পিনার আছেন। তাদের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশের ফিঙ্গার স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’

বাংলাদেশের মাটিতে ম্যাচ মানে গ্যালারি ভরা দর্শকের বিপক্ষে খেলা। সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আক্ষেপ করে বলে গেছেন, কেবল বাংলাদেশে আসলে সমর্থন পাননা তারা। তবে মঈন জানিয়েছেন, তারা দর্শক ভরা গ্যালারির সামনে খেলতে মুখিয়ে আছেন।

মঈন বলেন, ‘বাংলাদেশের দর্শক নিয়ে চাপে নেই ইংল্যান্ড। বরং আমরা দর্শকের সামনে খেলতে মুখিয়ে আছি। এখানে অনেক দর্শক আসেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। তারা দলের জন্য খুব চিৎকার করে। আমাদের অনেকে আইপিএলে খেলেন। এছাড়া বিভিন্ন জায়গায় বড় বড় ম্যাচ খেলে আমরা অভ্যস্ত। দর্শক চাপের কারণ হবে না। আমরা ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App