×

খেলা

লেগ স্পিনার খোঁজার মিশনে নামছে বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৪ পিএম

লেগ স্পিনার খোঁজার মিশনে নামছে বিসিবি

ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বের অন্যান্য দেশগুলোতে লেগ স্পিনার থাকলেও বাংলাদেশে কেউ নেই। এ কারণে এবার লেগ স্পিনার খোঁজার মিশনে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হেড অব প্রোগ্রাম পদে দায়িত্ব গ্রহণ করা ডেভিড মুরের চাওয়াতেই লেগ স্পিনার খোঁজার কাজ করবে বিসিবি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাপন বলেন, বিপিএল কিংবা কোনো লিগেই লেগ স্পিনার আসছে না। সাম্প্রতিক সময়ে আমরা যে ম্যানেজারকে (হেড অব প্রোগ্রাম) নিয়েছি সে আমাকে লেগ স্পিনার খুঁজতে সারাদেশে হান্টিং শুরু করার কথা জানিয়েছে। প্রতিটি জেলা ও বিভাগ অনুযায়ী এই হান্টিং চলবে। পরে সেখান থেকে কিছু খেলোয়াড় নির্বাচন করার চেষ্টা করবে। দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস আশাকরি আমরা কয়েকটা ছেলে তো পাবোই।

তিনি বলেন, হয়তো এখনই তারা পুরোপুরি প্রস্তুত না। তবে এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাবো না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App