×

খেলা

সাজঘরে সিগারেট টেনে শাস্তির মুখে সুজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২৮ পিএম

সাজঘরে সিগারেট টেনে শাস্তির মুখে সুজন

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্স পায় স্বস্তির জয়। রাজশাহীর সবে কৈশোর পার করা এ আনকোরা যুবার ৯ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে ভর করে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে সাকিবের ফরচুন বরিশালকে হারালো খুলনা টাইগার্স।

এই ম্যাচে আলো ছড়ান মাহমুদুল হাসান জয় ও হাবিবুর রহমান সোহান। এই দুজনের ওপর আস্থা রেখেছিলেন খুলনার কোচ খালেদ মাহমুদ সুজন। কিন্তু এমন দিনে বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়েছেন তিনি। সাজঘরে তার সিগারেট ধরানোর ছবি দেখানো হয় টিভি পর্দায়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ওই ছবি।

নিয়ম অনুযায়ী, এমন ঘটনা ঘটিয়ে শাস্তির মুখে পড়তে পারেন সুজন। তাকে করা হতে পারে মৌখিক সতর্ক অথবা দেওয়া হতে পারে আর্থিক শাস্তি। বিপিএলে নিয়মিতই কোচিং করান সুজন।

নিয়ম-কানুনও তার ভালোই জানার কথা। তবুও এমন কাণ্ড করায় ম্যাচ ফির ১৫ থেকে ২০ শতাংশ কাটা যেতে পারে সুজনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App