×

খেলা

কাঠমান্ডুর পর কমলাপুরে মেয়েদের শিরোপার হাতছানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪২ পিএম

কাঠমান্ডুর পর কমলাপুরে মেয়েদের শিরোপার হাতছানি

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি হাতে বাংলাদেশ ও নেপালের অধিনায়ক। পেছনে দুই দেশের কোচ- ছবি: ভোরের কাগজ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপাল জাতীয় দলকে হারিয়ে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার কমলাপুরের বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ঘরের মাঠে ফের শিরোপার হাতছানি লাল-সবুজের প্রতিনিধিদের।

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে। আর শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় শামসুন্নাহার বাহিনী। আর প্রথম ম্যাচে হেরে গিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় নেপাল। বাংলাদেশের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারায় ৪-০ গোলে। এরপর তৃতীয় ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। প্রথম ম্যাচে হারা নেপালই আবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। তাই নিজেদের ফেবারিট মানছেন অনূর্ধ্ব-২০ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

তিনি বলেন, ‘আমাদের যে লক্ষ্য ছিল মেয়েরা তা পূরণ করেছে। আমরা গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠেছি। মেয়েরা খুব ভালোভাবে করতে পেরেছে। সে জন্য মেয়েদের ধন্যবাদ। আরেকটা ম্যাচ বাকি আছে। যেহেতু ফাইনালে উঠেছি আমাদের লক্ষ্য বিগত দিনে মেয়েরা কমলাপুরে যে ফুটবল উপহার দিয়েছে সেটা অব্যাহত রাখবে এবং ফাইনাল জয়ের জন্যই আমরা মাঠে নামব। ফাইনাল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর হবে। আশা করি, দর্শকরা উপভোগ করতে পারবে। অবশ্যই নেপাল ভালো দল। ভারতের বিপক্ষে ওরা জিতেছে। ভারত খুবই শক্তিশালী দল।’

বাংলাদেশ দলের অধিনায়ক শামসুন্নাহার বলেন, ‘আমাদের লক্ষ্যই ছিল ফাইনাল খেলব। ফাইনালে উঠেছি। চেষ্টা থাকবে যেন ঘরের মাঠে ট্রফি রাখতে পারি। সে লক্ষ্যে আমরা মাঠে নামব। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি সেভাবেই খেলব। নেপালের সঙ্গে যেভাবে খেলেছিলাম সেভাবেই খেলার চেষ্টা করব। অবশ্যই খেলার মধ্যে সুযোগ আসবে এবং সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’

আর বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় নেপাল। ফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেপালের কোচ বলেন, ‘আশা করি আমরা প্রতিশোধ নিতে পারব এবং আমরা জিতব। মাঠ, দর্শক এবং অন্যান্য দিকে বাংলাদেশ এগিয়ে থাকবে। আমরা ভিন্ন উপায়ে খেলব, ভিন্ন কৌশলে খেলব। সবকিছু বদলাবে। আমরা বাংলাদেশের দুর্বল দিক জানি এবং তাদের সেই দুর্বল দিক আমাদের জন্য সুবিধার। এটা চাপ হিসেবে নিচ্ছি না। ভারত ম্যাচে প্রথমার্ধের পর মেয়েদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমার কৌশল বুঝেছে এবং সেটা বাস্তবায়ন করেছে। জানি বাংলাদেশ ভালো দল, কিন্তু ফাইনালে দুই দল ফিফটি-ফিফটি।’

নেপালের অধিনায়ক প্রীতি রায় বলেন, ‘আমি মনে করি, ফাইনালে উঠতে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা সতীর্থরা সবাই সবকিছু এবং ট্রফি পাওয়ার যোগ্য। আমি মনে করি, এবার আমরা ট্রফিটা ঘরে নিতে পারব।’

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হিমালয়কন্যা নেপালের মেয়েদের মোকাবিলা করবে লাল-সবুজের বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের দুটি জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। তবে প্রথম দল হিসেবে তারাই ফাইনালে পা রাখে। বাংলাদেশের কাছে হারের পর ভুটানকে হারিয়ে ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়ে রেখেছিল নেপাল।

ভারত হেরে যাওয়ায় সাফ ফাইনালে যাওয়ার জন্য ভুটানের বিপক্ষে ড্র করলেই চলতো বাংলাদেশের। তবে অধিনায়ক শামসুন্নাহারের হ্যাটট্রিকে ভুটানকে হারিয়ে চার দলের টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে পৌঁছে বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা। ৩০ মিনিটে উন্নতি খাতুনের কর্নারে মাথা ছুঁইয়ে দলকে দ্বিতীয় গোল এনে দেন শামসুন্নাহার। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন শামসুন্নাহার। ৬০ মিনিটে আইরিন খাতুনের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে চতুর্থ গোল উপহার দেন আকলিমা। ৬২ মিনিটে আকলিমার পাসে শামসুন্নাহার গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

এর আগে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো বাংলাদেশের মেয়েরা। সাফের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনালে কৃষ্ণার জোড়া গোলে স্বাগতিকদের হারিয়ে শিরোপা উল্লাস করে তারা। এর আগে ৫টি আসরের সব কটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বড়দের পর এবার অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে। মেয়েদের সাফের টুর্নামেন্টে গত ৬ মাসে এ নিয়ে তৃতীয়বার শিরোপার লড়াই বাংলাদেশ ও নেপালের। জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশ জিতলেও গত ডিসেম্বরে ঘরের মাঠে পারেনি অনূর্ধ্ব-১৫ দল। তবে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা শামসুন্নাহার-আকলিমারা চ্যাম্পিয়ন হতে পারবেন বলেই সবার বিশ্বাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App