×

খেলা

ম্যাচ ড্র ওয়ালটন-বিসিবি ও নর্থ জোনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৮, ০৪:৪৫ পিএম

ম্যাচ ড্র ওয়ালটন-বিসিবি ও নর্থ জোনের
ড্র হলো ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ওয়ালটনের প্রথম ইনিংসে করা ৫২৯ রানের জবাবে ফলো অনে পড়ে বিসিবি নর্থ জোন। দুর্দান্ত বোলিংয়ে তারা অলআউট হয় ৩০০ রানে। ফলো অনে ফেলে বিসিবি নর্থ জোনকে ব্যাটিংয়ে পাঠায় ওয়ালটন। ২ উইকেটে ২১৩ রান তুলে বিসিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র হয়। স্কোর: প্রথম ইনিংস: ওয়ালটন সেন্ট্রাল জোন ৫২৯/১০ বিসিবি নর্থ জোন ৩০০/১০ (৯৩.১ ওভার) দ্বিতীয় ইনিংস: বিসিবি নর্থ জোন ২১৩/২ (৬৫.২ ওভার) ১০ পয়েন্ট পেল ওয়ালটন: ব্যাট-বলে সমানতালে পারফরম্যান্স করায় চতুর্থ রাউন্ডের ম্যাচ থেকে ১০ পয়েন্ট পেয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ৩, ৩ করে ব্যাটিং ও বোলিং বোনাস পয়েন্ট পেয়েছে। প্রথম ইনিংসে লিড পাওয়ায় বাড়তি যোগ হয়েছে ১ পয়েন্ট। আর ড্রয়ে পেয়েছে ৩ পয়েন্ট। সব মিলিয়ে ১০ পয়েন্ট। সব মিলিয়ে ৪ ম্যাচে ২৯ পয়েন্ট ওয়ালটনের। ম্যাচসেরা ওয়ালটনের মার্শাল: প্রথম ইনিংসে ১৩২ রানের ঝলমলে ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে মার্শাল আইয়ুবের হাতে। তার দারুণ ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে ওয়ালটন। মিজানুরের সেঞ্চুরি: প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে দ্যুতি ছড়িয়েছেন মিজানুর। ডানহাতি এ ওপেনার ব্যাট হাতে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১০০ রান করেন ১৯১ বলে। তার সেঞ্চুরির পর পরই ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের ম্যাচ ড্রয়ের সিদ্ধান্ত হয়। বন্ধুর বলে আউট শান্ত: পার্ট টাইম অফ স্পিন করে থাকেন সাইফ হাসান। তাকে বোলিংয়ে এনে বিসিবি নর্থের জুটি ভাঙলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সেঞ্চুরির অপেক্ষায় থাকা নাজমুল হোসেন শান্ত আউট হলেন বন্ধু সাইফ হাসানের বলে। দুজন একই সঙ্গে খেলেছেন অনুর্ধ্ব-১৯ দলে। ১৫২ বলে ৮ বাউন্ডারিতে ৮৯ রান করেন শান্ত। বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটের খাতা খুললেন সাইফ। শান্তর আউটের সময় বিসিবি নর্থ জোনের রান ২ উইকেটে ১৫৮। দ্বিতীয় উইকেটে শান্ত ও মিজানুর ১৫৪ রানের জুটি গড়েন। প্রতিরোধ গড়েছেন শান্ত-মিজানুর: শুরুতেই জুনায়েদকে হারানোর পর দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তুলেছেন শান্ত ও মিজানুর রহমান। এরই মধ্যে শতরানের জুটি গড়েছেন তারা। মিজানুর ৩৮ ও শান্ত ৬৪ রানে ব্যাটিং করছেন। শুরুতেই সাফল্য ওয়ালটনের: লিড নিয়ে বিসিবিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় ওয়ালটন। বল হাতে শুরুতেই সাফল্য পেয়েছে তারা। পেসার মোহাম্মদ শরীফ নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট করেন জুনায়েদ সিদ্দীককে। ডানহাতি পেসারের বলে শর্ট লেগে ক্যাচ দেন ১ রান করা জুনায়েদ। তার আউটের সময় বিসিবি নর্থ জোনের রান ১ উইকেটে ৪। ফের ব্যাটিংয়ে বিসিবি: প্রথম ইনিংসে লিড পেলেও ব্যাটিংয়ে নামেনি ওয়ালটন। ফলো অনে ফেলেছে বিসিবি নর্থ জোনকে। আজ আরও ৮১ ওভার খেলা হবে। ২২৯ রানের লিড নিয়ে ওয়ালটন জয় পায় কিনা সেটাই দেখার। লিড পেল ওয়ালটন: প্রথম ইনিংসে পাঁচশর উপরে রান করে ব্যাটিং বোনাস পয়েন্ট পেয়েছিল ওয়ালটন। বোলিংয়ে বিসিবি নর্থ জোনকে ১১০ ওভারের আগে অলআউট করে পেল বোলিং বোনাস পয়েন্ট। ব্যাট-বলের অসাধারণ পারফরম্যান্সে প্রথম ইনিংসে লিড পেয়েছে বিসিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। ২২৯ রানের লিড পেয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। পাঁচ বলে ৩ উইকেট: মুশফিকুর রহিমকে উইকেটের পিছনে তালুবন্দি করান এবাদত হোসেন। ২২১ বলে ৮ চার ও ১ ছক্কায় ১১১ রান করেন মুশফিক। তার ফিরে যাওয়ার চার বল পরে সাজঘরের পথ ধরেন তাইজুল ইসলাম। পেসার আবু হায়দার রনির বলে ফিরতি ক্যাচ দেন ৮০ বলে ২৫ রান করা তাইজুল। শেষ ব্যাটসম্যান হিসেবে নাঈম ইসলাম ব্যাটিংয়ে নামেনি। চোটের কারণে মাঠের বাইরে ডানহাতি ব্যাটসম্যান। পাঁচ বলে ৩ উইকেট নিয়ে চতুর্থ দিনের শুরুতেই বিসিবিকে অলআউট করেছে ওয়ালটন। ফলো অন এড়ানোর লড়াই বিসিবির: ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ার পর বোলিংও ভালো করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ওয়ালটনের করা ৫২৯ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিসিবি। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন মুশফিকুর রহিম। ফলো অন এড়াতে বিসিবিকে করতে হবে ৩৭৯ রান। মুশফিকের ব্যাটে বিসিবি ফলো অন এড়াতে পারে কিনা সেটাই দেখার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App