×
Icon এইমাত্র
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলার শুনানি চলছে

খেলা

উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেল এবাদতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৩৯ পিএম

উইজডেনের বর্ষসেরা টেস্ট স্পেল এবাদতের

এবাদত হোসেন

নিউজিল্যান্ডের মাটিতে গত বছর প্রথমবারের মতো টেস্টে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচ জয়ের নেপথ্যে ছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। সেই টেস্টে ম্যাচসেরা হয়েছিলেন এবাদত। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করেন তিনি। সেই স্পেলটিকে বর্ষসেরা বোলিং স্পেল হিসেবে ঘোষণা করেছে উইজডেন।

মাউন্ট মঙ্গানুইয়ে আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৩২৮ রান। এবাদত পেয়েছিলেন কেবল একটি উইকেট। বোল্ড করেছিলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৫৮ রান। ব্যাট হাতে লিটন, মুমিনুল, জয়, শান্ত, মিরাজরা ভালো করেছিলেন। কিন্তু তখনো কেউ ধারণাও করতে পারেননি যে এই ম্যাচ জয়ের নায়ক হবে বোলার এবাদত হোসেন।

এবাদতের তোপে দ্বিতীয় ইনিংসে কিউইরা অলআউট হয় ১৬৯ রানে। কিউই ব্যাটারদের মধ্যে উইল ইয়ং হাফসেঞ্চুরি করেন। এবাদতের বোলিং তোপে মাঠ ছাড়েন ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস, টম ব্লান্ডেন, রস টেইলর ও কাইল জেমিসন। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নেন তাসকিন ও মিরাজ। ২১ ওভারে ৪৬ রান খরচায় এবাদত নেন ছয়টি উইকেট। মেডেন ওভারও করেন ছয়টি।

ফলে জয়ের জন্য টাইগাররা মাত্র ৪০ রানের টার্গেট পায়। রান তাড়া করতে নেমে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে জয়ের দেখা পায় টাইগাররা।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানকে হারানো প্যাট কামিন্সের ৫৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট। তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির মাত্র ২৩ রানের বিনিময়ে সাত উইকেট, এটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চতুর্থস্থানে পাকিস্তানের বিপক্ষে ওলি রবিনসনের ৫০ রানে পাঁচ উইকেট। ও তালিকার শেষ অর্থাৎ পঞ্চম স্থানে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রভাত জয়সুরিয়ার ৫৯ রানে ছয়টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App