×

খেলা

সূর্যের সেঞ্চুরিতে বড় জয়ে সিরিজ ভারতের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম

সূর্যের সেঞ্চুরিতে বড় জয়ে সিরিজ ভারতের

সেঞ্চুরি পর ভারতের সূর্যকুমার যাদব। ছবি: স্কাই স্পোর্টসের

টি-টোয়েন্টিতে মাত্র ৪৩টি ইনিংস খেলেই তিন সেঞ্চুরি করে ফেলেছেন ভারতের সূর্যকুমার যাদব। ডানহাতি এই ব্যাটিং বিস্ময় সৃষ্টি করেছেন ছোট ফরম্যাটে। সবশেষ পাঁচ ইনিংসে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরির দেখা।

শনিবার রাতে রাজকোটে সূর্যের অবিশ্বাস্য ব্যাটিংয়ের ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে সিরিজ জয় করেছে ভারত। তিন ম্যাচের সিরিজ হার্দিক পান্ডিয়ার দল জিতেছে ২-১ ব্যবধানে।

এ নিয়ে ঘরের মাঠে টানা ১১টি সিরিজ অপরাজিত থাকলো ভারত। এর মধ্যে একটি মাত্র সিরিজ তারা ড্র করেছে। টস জিতে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২২৮ রানের পাহাড় গড়ে ভারত। সূর্যকুমার ৫১ বলে খেলেন ১১২ রানের হার না মানা ইনিংস, যে ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি (৭ চার, ৯ ছক্কা)।

ইশান কিশান (১) শুরুতেই ফিরলেও রাহুল ত্রিপাথি আর শুভমান গিল টি-টোয়েন্টির ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন। ত্রিপাথি ১৬ বলে ৩৫ আর গিল ৩৬ বলে করেন ৪৬ রান। এরপরের সময়টা শুধুই সূর্য ঝড়ের। শেষদিকে তার ঝড়ে হাওয়া লাগিয়েছেন অক্ষর প্যাটেল। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

বড় রান তাড়া করতে নেমে ১৩ ওভারে ১০৭ রানে ৬ উইকেট হারানোর পর হার মানাটাই যেন বাকি ছিল শ্রীলঙ্কার। ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১৬. ৪ ওভারে অলআউট হয় ১৩৭ রানে লঙ্কানরা। পাথুম নিশাঙ্কাকে নিয়ে কুশল মেন্ডিস ২৯ বলে ৪৪ রানের উদ্বোধনী জুটি গড়লেও কেউই সেট হয়ে ইনিংস বড় করতে পারেনি। নিশাঙ্কা ১৭ বলে ১৫, কুশল ১৫ বলে ২৩, ধনঞ্জয়া ডি সিলভা ১৪ বলে ২২, চারিথ আসালাঙ্কা ১৪ বলে ১৯ আর দাসুন শানাকা করেন ১৭ বলে ২৩ রান। অর্শদীপ সিং ২০ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট উমরান মালিক, হার্দিক পান্ডিয়া আর ইয়ুজবেন্দ্র চাহালের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App