×

খেলা

ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের সিরিজ জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৮, ০৫:০২ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে কিউইদের সিরিজ জয়
ক্রাইস্টচার্চে ইশ সোধি ও নিল ওয়েগনারের দৃঢ়তায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে ড্র করে কিউইরা। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে কেন উইলিয়ামসনের দল। মঙ্গলবার বিনা উইকেটে ৪২ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে কিউইরা। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ছিল আরও ৩৪০ রান। আগের দিনে বিনা উইকেটে শেষ করা নিউজিল্যান্ডের শেষ দিন একের পর এক ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান স্টুয়ার্ট ব্রড। কিন্তু প্রথম ইনিংসের এমন ব্যাটিং ধসের পরেও উইকেটের আরেক প্রান্ত আগলে রাখেন টম ল্যাথাম। ৮৩ রান করা ল্যাথামকেও জেমস ভিন্সের হাতে ক্যাচ দিয়ে ফেরান লিচ। তারপরেই দলের হাল ধরেন শেষের দিকের টেলেন্ডার ইশ শোধি। তার ব্যাটে ছড়ে ম্যাচে ফেরে ‌নিউজিল্যান্ড। শেষের দিকে তার বীরত্বে জয়ের বন্দরে পৌছে যায় স্বাগতিকরা। দুই ইনিংস মিলিয়ে দারুণ অল-রাউন্ডিংয়ের জন্য ম্যাচ সেরা হয়েছেন টিম সাউদি। সংক্ষিপ্ত স্কোর: ফল: ড্র ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০৭ নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৭৮ ইংল্যান্ড ২য় ইনিংস: ৩৫২/৯ ইনিংস ঘোষণা নিউ জিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৮২) ১২৪.৪ ওভারে ২৫৬/৮ (ল্যাথাম ৮৩, রাভাল ১৭, উইলিয়ামসন ০, টেইলর ১৩, নিকোলস ১৩, ওয়াটলিং ১৯, ডি গ্র্যান্ডহোম ৪৫, সোধি ৫৬*, ওয়েগনার ৭; অ্যান্ডারসন ১/৩৭, ব্রড ২/৭২, উড ২/৪৫, লিচ ২/৬১) সিরিজ: ১-০ ব্যবধানে জয়ী নিউজিল্যান্ড ম্যান অব দ্য ম্যাচ: টিম সাউদি ম্যান অব দ্য সিরিজ: বোল্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App