×

খেলা

ক্যামেরুনের বিপক্ষে পারলো না একাদশ বদলে ফেলা ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:০০ এএম

ক্যামেরুনের বিপক্ষে পারলো না একাদশ বদলে ফেলা ব্রাজিল

ছবি: সংগৃহীত

১ গোল দিয়েছে ক্যামেরুন। এই গোল দিয়েছেন ভিনসেন্ট আবু বকর। ৮০ মিনিটে তারই কারণে ব্রাজিল ফ্রি-কিক পায়। কিন্তু বল জালে গড়ায়নি। এর মধ্য দিয়ে একাদশ বদলে ফেলা ব্রাজিলের জয়ের আশা নিষ্প্রভ হয়ে যায়।

অতিরিক্ত ৯৬ মিনিটে গোল হতে গিয়েও বল জালে গড়ায়নি ব্রাজিলের। ৯৭ মিনিটেও একই অবস্থা। বল জালে পৌঁছেনি। ৯৮ মিনিটে বল জালের ওপর দিয়ে চলে যায়।

ফলে ক্যামেরুন ১ গোলে জয় ছিনিয়ে নিলো। পারলো না আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা দল ব্রাজিল। আগেই শেষ ষোলো নিশ্চিত ছিল ব্রাজিলের। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া একপ্রকার নিশ্চিত ছিল। গ্রুপ সেরাও হয়েছে সেলেসাওরা। তবে আসর থেকে বিদায় নেয়া ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। শুরুর একাদশের নয়জনকেই বদলে ফেলেছিলেন।

ইনজুরি ও ফ্লু জ্বরের কারণে নেইমারসহ বেশ কয়েকজনকে বাদ দিয়েই শুক্রবার (২ ডিসেম্বর) রাতে মাঠে নামে তারা।

প্রসঙ্গত, প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ক্যামেরুনের বিপক্ষে আজ নিয়মরক্ষার ম্যাচ তাদের।

ব্রাজিল একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১) এডারসন (২৩), ব্রেমার (২৪), এডার মিলিতাও (১৪), অ্যালেক্স টেলেস (১৬), দানি আলভেজ (১৩), রদ্রিগো (২১), ফ্রেড (৮), ফ্যাবিনহো (১৫), গ্যাব্রিয়েল হেসুস (১৮), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (২৬), অ্যান্টোনি (১৯)। কোচ: তিতে।

ক্যামেরুন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১) ডেভিস পাসি (১৬), এনজো এবোসে (২৪), ক্রিস্টোফার উহ (৪), তোলো নৌহৌ (২৫), কলিন্স ফাই (১৯), এরিক ম্যাক্সিম কৌপো মোতিং (১৩), পিয়েরে কুন্দে (১৫), আন্দ্রে ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা (৮), ভিনসেন্ট আবু বকর (১০), নিকোলাস মৌমি এনগামালেউ (৬), ব্রায়ান এমবেউমো (২০)। কোচ: রবার্তো সং বাহানাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App