×

খেলা

হারিসকে হারিয়ে চাপে পাকিস্তান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ০৩:১৫ পিএম

হারিসকে হারিয়ে চাপে পাকিস্তান

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের ইনিংসে দ্রুত দুই উইকেট খুইয়ে চাপে পড়েছে পাকিস্তান। প্রথম ওভারে জীবন পাওয়া রিজওয়ান ইনিংসটা লম্বা করতে পারেননি। পাকিস্তান কিপার-ব্যাটসম্যানকে বোল্ড করে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দিলেন স্যাম কারান।

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার (১৩ নভেম্বর) বালাদেশ সময় দুপুর দুইটায় ফাইনালের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। খবর ইএসপিএনের।

পঞ্চম ওভারে দ্বিতীয় বল অফ স্টাম্পের অনেক বাইরে করেন তরুণ এই পেসার। ব্যাট চালিয়ে দেন রিজওয়ান। কিন্তু ঠিক মতো খেলতে পারেননি। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে ছোবল দেয় লেগ স্টাম্পে। এক ছক্কায় ১৪ বলে ১৫ রান করে ফেরেন রিজওয়ান।

অষ্টম ওভারে আবারও আঘাত হানে ইংল্যান্ড। আদিল রশিদ বল হাতে নিয়েই সাফল্য পান। হারিস আদিলের বলে স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১২ বলে ৮ রানের বেশি করতে পারেননি বাবর।

দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ায় দায়িত্ব বেড়েছে অধিনায়ক বাবরের। তার নতুন সঙ্গী শান মাসুদ। ২৯ রানে ব্যাট করছেন অধিনায়ক। শেষ খবর ১০ ওভারে পাকিস্তান ৬৮ রান করেছে।

ইংল্যান্ড একাদশ জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।

পাকিস্তান একাদশ বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ,মোহাম্মদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App