×

খেলা

চেষ্টা করেছি, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৩:৪৮ পিএম

পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচে ৫ উইকেটের হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। সুপার টুয়েলভে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়েকে হারানোর সুখস্মৃতি নিয়েই আজ দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার আগে দলের তারকা ব্যাটার লিটন দাস জানালেন, সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি।

সোমবার (৭ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে অস্ট্রেলিয়া থেকে একটি ছবি পোস্ট করেছেন লিটন দাস। সেখানে তিনি লিখেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। পরের বার দল হিসেবে আরও ভালো করার আশা করছি। দেশে ফিরে যাচ্ছি আমরা!

এর আগে অস্ট্রেলিয়া ছেড়েছেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ ছাড়া সবাই। এই তিন ক্রিকেটার বাদে বাকিরা ঢাকায় ফিরবে। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন সময় কাটাবেন বলে জানা গেছে। ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে। আবার তাসকিন আহমেদের স্ত্রী-সন্তান সঙ্গে থাকলেও দলের সঙ্গেই অস্ট্রেলিয়া ছেড়েছেন এই পেসার।

বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ১০টার দিকে সব ঠিক থাকলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে করে পৌঁছে যাবে বাংলাদেশ দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App