×

খেলা

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৯:৪৬ এএম

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ার কারণে সেমিতে ওঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সামনে।

সুপার টুয়েলভ পর্বে দুই নম্বর গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে ভারত এখনো পর্যন্ত শীর্ষে রয়েছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। দুইদলেরই অর্জন সমান চার পয়েন্ট করে। তাই যে জিতবে তাদেরই সেমিফাইনাল নিশ্চিত।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। ব্যাটার ইয়াসির রাব্বি বাদ পড়েছেন। তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদকে বাদ দিয়ে পেসার এবাদত হোসেন ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে নেয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App