×

খেলা

বার্সেলোনার নিয়মরক্ষার জয়, বায়ার্ন অপরাজিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২২, ১২:১২ পিএম

বার্সেলোনার নিয়মরক্ষার জয়, বায়ার্ন অপরাজিত

ছবি: এএফপি

চ্যাম্পিয়নস লিগে এমন ম্যাচও খেলতে হলো বার্সেলোনাকে। এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়ে ছিল কাতালানদের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।

যদিও ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ৪-২ ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। একই গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের ছয় ম্যাচের সবগুলোতে জিতল বায়ার্ন।

শুরু থেকেই বার্সা একের পর আক্রমণে প্রতিপক্ষকে রীতিমতো কোণঠাসা করে ফেলে। প্রথম ১৮ মিনিটের আগেই অবশ্য ম্যাচে লিড নেয় বার্সা। ম্যাচের মাত্র ৬ মিনিটে মার্কোস আলেনসো এগিয়ে দেন বার্সাকে।

অন্যদিকে ইউরোপ সেরার মঞ্চে বায়ার্ন যেন ধরাছোঁয়ার বাইরে। যে গ্রুপটিকে মরণকূপ বলা হচ্ছিল সেটিতেই জার্মান পরাশক্তিরা পেয়েছে ছয় ম্যাচে ছয় জয়। সর্বশেষ এই ম্যাচে বায়ার্ন ২-০ গোলে হারিয়েছে ইন্টারকে। ৩২ মিনিটে বেঞ্জামিন পাভার্দের গোলে এগিয়ে যাওয়ার পর ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চুপো-মোটিং। বলা বাহুল্য, টানা জয়ে গ্রুপ পর্বে শীর্ষে থেকেই নকআউটে যাবেন মুলার-মানেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App