×

খেলা

সৌম্য-শান্তর জুটি সেটেল মনে হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৩:৩৩ পিএম

সৌম্য-শান্তর জুটি সেটেল মনে হচ্ছে

শ্রীধরন শ্রীরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রিসবেনে আগামীকাল রবিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (২৯ অক্টোবর) এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আশার কথা শোনান বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম। তিনি মনে করেন, বাংলাদেশকে ভবিষ্যতে খুব ভালো টি–টোয়েন্টি দল হিসেবে গড়ে তোলা সম্ভব।

সংবাদ সম্মেলনে টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরাম বলেন, ওপেনিং জুটি সেটেল মনে হচ্ছে। প্রথম ম্যাচে ৪৩ রানের জুটি দিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে দুই ওভারে তুলেছে ২৬ রান। ওদেরকে গেম টাইম দিতে হবে, অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। একসঙ্গে ওরা ভিন্ন প্রতিপক্ষ, ভিন্ন কন্ডিশনে যতো খেলবে ততো শিখবে। ডি কক, রুশোর মতো শুরু পেলে বড় ইনিংস খেলবে।

তিনি বলেন, জিম্বাবুয়েকে সমীহ করতে হবে। পাকিস্তানের বিপক্ষে ওরা দারুণ খেলেছে। আমি ওদের খেলা দেখেছি। তারা যেভাবে ম্যাচ শেষ করেছে এটা অবিশ্বাস্য। আমরা খুব বেশি দূরে ভাবছি না। শান্ত থাকার ও দলের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করছি। আমাদের পরিকল্পনা পরিষ্কার। এখন ম্যাচে প্রয়োগের পালা।

সিকান্দার রাজা, ব্লেজিং মুজুরাবানিদের বিপক্ষে জয়ই হবে প্রত্যাশিত ফল। তবে সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে জিম্বাবুয়ে। পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তারা। দলটিকে ছোট করার সুযোগ নেই। শ্রীরামর মতে, পরিকল্পনা করেই খেলবেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App