×

খেলা

সাফ সোনাজয়ী শ্যুটার হায়দার আলী আর নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ১১:২১ এএম

মৃত্যুর কাছে হার মানলেন সাফ সোনাজয়ী শ্যুটার হায়দার আলী। বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসা নিচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে ফেরা হলো না আর। শুক্রবার রাত ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৫৯ বছর বয়সী এই শ্যুটার। স্বামীবাগের স্থানীয় মসজিদে জানাযার পর সেখানকার কবরস্থানে শায়িত করা হয়েছে তাঁকে।বিদেশের মাটিতে যে কজন শ্যুটার লাল-সবুজ পতাকা উড়িয়েছেন, রাজশাহীতে জন্ম নেওয়া হায়দার আলী তাঁদের অন্যতম। ১৯৯১ কলম্বো সাফ গেমসে দলগত পিস্তল ইভেন্টে জিতেছিলেন সোনা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ওড়ান পরের বছর সাফ শ্যুটিংয়েও। সেবার ৫০ মিটার পিস্তলে সোনাজয়ী বাংলাদেশ দলের গর্বিত সদস্য ছিলেন তিনি। খেলা ছাড়ার পরও ছিলেন শ্যুটিংয়ের সঙ্গে। দীর্ঘদিন ছিলেন জাতীয় শ্যুটিং দলের কোচ। জীবনের শেষ দিকে দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কোচ হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App