×

খেলা

ইংল্যান্ড-নিউজিল্যান্ড এগিয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৯:০৭ এএম

ইংল্যান্ড-নিউজিল্যান্ড এগিয়ে

ফাইল ছবি

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে প্রতিদিন ভোরের কাগজে থাকছে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার অলক কাপালির বিশ্লেষণ আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দুটি ম্যাচে চারটি দল মাঠে নামবে। ইউরোপের দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-আয়ারল্যান্ড এগারো বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। দুপুরে নিউজিল্যান্ড মোকাবিলা করবে আফগানিস্তানের। এই দুই ম্যাচে আমি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে এগিয়ে রাখব।

টি- টোয়েন্টি অনেক হিসেব-নিকেশের খেলা। প্রথমই ইংল্যান্ড- আয়ারল্যান্ড ম্যাচের কথা যদি বলি তা হলে বলব এ ম্যাচে ইংলিশরা অনায়সে জয় পাবে। কারণ ইংল্যান্ড দলটি বেশ ভারসাম্যপূর্ণ দল। ব্যাটিং-বোলিং দুই দিকেই ব্যালান্স টিম। জস বাটলার দলের দায়িত্ব নেয়ার পর ইংলিশদের খেলায় ব্যাপক উন্নতি হয়েছে। দলটির ব্যাটিং লাইন আপ বেশ লম্বা। বোলিং বিভাগ সমৃদ্ধ। পেসার বলেন কিংবা স্পিন বলেন সব দিক দিয়ে এগিয়ে ইংলিশরা। আয়ারল্যান্ড যদি আগে ব্যাট করে তা হলে তারা ১২০ থেকে ১৪০ রান তুলতে সক্ষম হবে। অন্যদিকে বাটলার বাহিনী আগে ব্যাট করার সুযোগ পেলে তাদের লক্ষ্য থাকবে দুই শত প্লাস রান করা। শ্রীলঙ্কার বিপক্ষে আইরিশরা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। আজ তারা ইংলিশদের বিপক্ষে জ¦লে ওঠার চেষ্টা করবে। তবে কতটা সফল হবে তাই দেখার বিষয়।

জয়ের ধারা অব্যাহত রাখতে আফগানদের বিপক্ষে দুপুরে মাঠে নামবে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে যেভাবে উড়িয়ে দিয়েছে কিউইরা তাতে প্রমাণিত হয় এবার শিরোপা জয়ে কোমর বেঁধে নেমেছে কেন উইলিয়ামসন বাহিনী। গতবার ফাইনালে অজিদের বিপক্ষে হারের বদলা তারা এ বিশ্বকাপে নিয়েছে। আজ সেই দুর্দান্ত ফর্মে থাকা ব্ল্যাক ক্যাপসদের মোকাবেলা করবে নবি-রশিদদের আফগানিস্তান। এশিয়া কাপে আফগানরা যে ফর্মে ছিল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সেই ছন্দে দেখা যাচ্ছে না। আফগানরা বাউন্সি উইকেটে খেলতে পারে না। তারা স্পিন ভালো খেলে। অস্ট্রেলিয়ার প্রতিটি উইকেট বাউন্সি। এখানে পেসাররা বরাবরই ভালো করে। এবার বিশ্বকাপে নিউজিল্যান্ডের যে দলটি খেলছে তা নবীন-প্রবীণের সম্বনয়ে গড়া। ডেভর কনওয়ে, অ্যালেন অস্ট্রেলিয়ার বিপক্ষে চমৎকার ব্যাটিং করেছে। কিউই ব্যাটাররা আজ আফগানদের বিপক্ষে আগে ব্যাট করার সুযোগ পেলে রানের ফোয়ারা ছুটানোর চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের সামনে ২০০ রান তুলেছিল।

অজিদের তুলায় আফগানদের বোলিং অ্যাটাক ততো ভালো না। আফগানদের স্পিন বিভাগ কিছুটা ভালো। কিউই ব্যাটাররা স্পিন ভালো খেলে। কারণ নিউজিল্যান্ড দলে বেশ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারা আফগানরা আজ কামব্যাক করার সুযোগ কাজে লাগাতে হলে তিন বিভাগে দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App