×

খেলা

দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের লক্ষ্য জিম্বাবুয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৬:০৯ পিএম

দক্ষিণ আফ্রিকাকে ৮০ রানের লক্ষ্য জিম্বাবুয়ের

ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি হানা দেয়ায় জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াইটি ২০ ওভারের পরিবর্তে হচ্ছে ৯ ওভারে। বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর কার্টেল ওভারের ম্যাচ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। প্রোটিয়া বোলিং তোপ সামলে ৯ ওভারে জিম্বাবুয়ে তুলেছে ৫ উইকেটে ৭৯ রান। অর্থাৎ জিততে হলে ৮০ করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। হোবার্টের বেলেরিভ ওভালে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। তবে বৃষ্টির পর খেলা শুরু হলে বিপদেই পড়ে দলটি। মেঘলা আকাশ আর ভেজা পিচের সুবিধা কাজে লাগিয়ে জিম্বাবুয়ের টপঅর্ডারকে নাকাল করে ছাড়েন রাবাদা-পারনেলরা। ১৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। সাজঘরে ফেরেন অধিনায়ক আরভিন (২), রেগিস চাকাভা (৮), শন উইলিয়ামস (১), সিকান্দার রাজা (০)। তবে ওয়েসলে মাদভেরে এরপর দুর্দান্ত ব্যাটিং করে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছেন দলকে। ১৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। মিলটন শাম্বা করেন ১৯ বলে ১৯। দক্ষিণ আফ্রিকার পেসারদের মধ্যে লুঙ্গি এনগিদি ২০ রানে নিয়েছেন ২টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App