×

খেলা

বার্সেলোনার আদালতে নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১২:৩২ এএম

বার্সেলোনার আদালতে নেইমার

সোমবার বার্সেলোনার আদালতে নেয়া হয় নেইমারকে

বিশ্বকাপের আগে বার্সেলোনার আদালতে হাজির হয়েছেন ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার।

সোমবার (১৭ অক্টোবর দলবদলের ক্ষেত্রে আর্থিক চুক্তি সংক্রান্ত অস্বচ্ছতার মামলায় বার্সেলোনার আদলতে হাজির হন পিএসজির এই ফুটবলার। খবর স্পোর্টস স্কিডা, মার্সার।

২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেয়ার সময় আর্থিক চুক্তিতে নাকি অস্বচ্ছতা ছিলো নেইমারের। আর সেজন্য নেইমারকে নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলো ব্রাজিলের এক বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। মামলাটি নেইমার ছাড়াও আটজন অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হয়। সোমবার বার্সায় সেই মামলার শুনানি শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে ডিআইএসের আইনজীবী পাওলো নাসের অভিযোগ করেন, নেইমার ও তার মা-বাবা এবং বার্সেলোনা ও স্যান্টোসের পরিচালনা পর্ষদ আমার ক্লায়েন্টদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

উল্লেখ্য, নেইমারের দুই বছর কারাদণ্ডের পাশাপাশি এক কোটি ইউরো জরিমানার দাবি করেছেন ডিআইএসের পক্ষের আইনজীবীরা। এছাড়া, বার্সার ওই সময়ের সভাপতি স্যান্দ্রো রসেলের বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ড এবং কাতালান ক্লাবটিকে ৮৪ লাখ ইউরো জরিমানার দাবিও করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App