×

খেলা

স্কটল্যান্ডের কাছে হেরে বসলো ক্যারিবীয়রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০২:৪৯ পিএম

স্কটল্যান্ডের কাছে হেরে বসলো ক্যারিবীয়রা

ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারিয়েছে স্কটল্যান্ড। ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটনের ঘটনা ঘটলো। প্রথম দিন সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছিল নামিবিয়া। এবার দ্বিতীয় দিনে স্কটল্যান্ডের কাছে উড়ে গেল ক্যারিবীয়রা।

দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে স্বাভাবিক ছন্দে হারিয়ে দিলো স্কটিশরা। জয়টা ৪২ রানের বড় ব্যবধানে। যেখানে ক্যারিবীয়দের সামনে লক্ষ্য ছিল ১৬১ রানের। কাইল মায়ার্স শুরুটা ভালোই করেছিলেন (১৩ বলে ২০)। এভিন লুইসও সেট হয়ে গিয়েছিলেন (১৩ বলে ১৪)। পাওয়ার প্লের এক বল বাকি থাকতে ১ উইকেটেই ৫৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

সেখান থেকে স্কটিশ বোলারদের তোপে আর ২৬ রান তুলতে আরও ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা। দলের এই বিপদের মুখে একটা প্রান্ত ধরে ছিলেন জেসন হোল্ডার।

কিন্তু হোল্ডারের ৩৩ বলে ৩৮ রানের ইনিংসটা দলের পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন এই অলরাউন্ডার।

১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে। স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক ওয়াট। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App